অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে গাজীপুরের কোনাবাড়িতে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত সাবেক ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে আগামী ১৫ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ প্রসিকিউশনের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের একটি বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
আজ এই মামলার আসামি সাবেক ওসি আশরাফ উদ্দিন, কনস্টেবল আকরাম হোসেন, ওসি শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান ও কনস্টেবল মাহমুদুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
অধিকতর তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়ার জন্য তিন মাস সময় মঞ্জুর করে এই দিন ধার্য করা হয়।
একইসঙ্গে প্রসিকিউশনের অপর একটি আবেদন মঞ্জুর করে মামলার আসামী কনস্টেবল আকরামকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১১ মার্চ ধার্য করেন আদালত।
শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়গুলো নিশ্চিত করেন।
তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র -জনতার গণঅভ্যুত্থান চলাকালে গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় নামক একজন বিক্ষোভকারীকে রাস্তায় টেনে এনে ঠান্ডা মাথায় পিঠে রাইফেল দিয়ে গুলি করে হত্যা করার ঘটনায় আজ আন্তর্জাতিক অপরাধ আদালতে কনস্টেবল আকরামকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন।-বাসস