• ঢাকা, বাংলাদেশ
  • ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ২:০০

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হবে। বাংলাদেশও অবৈধ নাগরিকদের ফেরত আনতে রাজি হয়েছে। তবে বাংলাদেশের চাওয়া, দেশটি যেন বাংলাদেশি নাগরিকদের হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত না পাঠায়।

আরও পড়ুনঃ  ঢাকা মেডিকেলের বাগান গেট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে গতকাল সচিবালয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে।

আরও পড়ুনঃ  পহেলা বৈশাখ শান্তিপূর্ণভাবে উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

এ ব্যাপারে সরকারকে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়। প্রতিউত্তরে বাংলাদেশ সরকার অবৈধ নাগরিকদের ফেরত আনতে রাজি হয়েছে। তবে দেশটি যেন বাংলাদেশি নাগরিকদের হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত না পাঠায়, সেটি যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ  স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ, ভরিপ্রতি বাড়লো ৪ হাজার ১৮৭ টাকা

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে কত অবৈধ বাংলাদেশ রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য সরকারের কাছে নেই।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675