• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মেসির বিকল্প হিসেবে যাঁর দিকে হাত বাড়াচ্ছে পিএসজি

প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ১:২৪

মেসির বিকল্প হিসেবে যাঁর দিকে হাত বাড়াচ্ছে পিএসজি

অনলাইন ডেস্কঃ এখনো কোনো পক্ষই সরাসরি কিছু বলেনি। তবে একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লিওনেল মেসির পিএসজি অধ্যায় এই মৌসুমেই শেষ হতে চলেছে। গত দুই মৌসুমে মেসি পিএসজি প্রকল্পের বড় অংশ ছিলেন। তিনি না থাকলে স্বাভাবিকভাবেই অন্য কোনো অভিজ্ঞ ফুটবলারের দিকে হাত বাড়াবে পিএসজি। এখন প্যারিসের ক্লাবটি ম্যানচেস্টার সিটির তারকা বের্নার্দো সিলভার দিকে হাত বাড়াচ্ছে বলে খবর।

স্পেনের সংবাদমাধ্যম এএস ও স্পোর্ত জানিয়েছে, ফরাসি চ্যাম্পিয়নরা পরবর্তী মৌসুমে সিলভাকে মেসির বদলি হিসেবে দলে ভেড়াতে চায়। সিলভাকে পেতে নেইমারকেও ছেড়ে দেওয়ার কথা ভাবছে পিএসজি।

আরও পড়ুনঃ  ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

এমনকি বিনিময় চুক্তিতেও যেতে পারে প্যারিসের ক্লাবটি। মানে নেইমারকে দিয়ে সিলভাকে নিয়ে আসবে পিএসজি। সেটা হলে আগামী মৌসুমে আর্লিং হলান্ড ও হুলিয়ান আলভারেজদের সঙ্গে সিটিতে দেখা যেতে পারে নেইমারকে। গোল ডট কমও জানিয়েছে, সিলভাই আগামী মৌসুমে পিএসজির প্রধান লক্ষ্য।

আরও পড়ুনঃ  ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছয় মৌসুম ধরে সিটিতে খেলা সিলভা অন্য ক্লাবে যাওয়ার ইচ্ছার কথা আগে বেশ কয়েকবার জানিয়েছেন। গত মৌসুমেও সিলভার পিএসজিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত অবশ্য সিটিতেই থাকতে হয়েছে এই পর্তুগিজ মিডফিল্ডারকে।

এর আগে অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়ায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মেসি। তখন লেকিপ জানিয়েছিল, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি। এরপর মেসি ক্ষমা চাইলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে নতুন চুক্তি নিয়ে ইতিবাচক কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি : শান্ত

এর মধ্যে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আগামী মৌসুমে সৌদি আরবে খেলার জন্য চুক্তি করে ফেলেছেন। যদিও মেসির বাবা ও তাঁর ঘনিষ্ঠজনেরা সৌদি আরবের কোনো ক্লাবের সঙ্গে চুক্তি কিংবা চুক্তি প্রসঙ্গে মৌখিক সম্মতি দেওয়ার কথা অস্বীকার করেছেন।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675