অনলাইন ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে সোমবার রাতে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। আহমেদাবাদে সেই ৩৪ রানে জয় পেয়েছে গুজরাট টাইটান্স। শুভমান গিলের ৫৮ বলে করা ১০১ ও সাই সুদর্শনের ৪৭ রানের ইনিংসের কল্যাণে গুজরাট ৯ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৫৪ রানের বেশি করতে পারেনি হায়দরাবাদ।
এই জয়ের ফলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট। ১৩ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে দলটি নিশ্চিত করেছে প্লে-অফ। শেষ ম্যাচে তারা হারলেও দ্বিতীয় স্থানের বাইরে যাবে না বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে, এই হারের দিল্লি ক্যাপিটালসের পর দ্বিতীয় দল হিসেবে আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছে হায়দরাবাদের।
দুই দলের বিদায় নিশ্চিত হয়েছে, আর গুজরাটের প্লে-অফ নিশ্চিত হয়েছে। বাকি সাত দলই রয়েছে প্লে-অফের দৌঁড়ে। চেন্নাই সুপার কিংস ১৩ ম্যাচে ১৫, মুম্বাই ইন্ডিয়ান্স ১২ ম্যাচে ১৪, লখনউ সুপার জায়ান্টস ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আছে প্লে-অফের লড়াইয়ে। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস ১২ ম্যাচে ১২ পয়েন্ট লাভ করেছে। তাদেরও সম্ভাবনা রয়েছে প্লে-অফে খেলার।