• ঢাকা, বাংলাদেশ
  • ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভাঙ্গায় আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৭:২৬

ভাঙ্গায় আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ফরিদপুর : অধিকার সমতা ক্ষমতায়ন নারী কল্যাণ উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সার্বিক সহযোগীতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও র‍্যালি পরবর্তী আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
ভাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাঙ্গা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, পাট অধিদপ্তর কর্মকর্তা এহছানুল হক রাফি, ভাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশীদ, সঙ্গীত শিল্পী মিতা হক শিক্ষার্থী হাফসা তামান্না, মারিয়া ইসলাম ও অঙ্গিতা কর্মকার প্রমুখ।
প্রধান অতিথি ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান বলেন, নারীরা পিছিয়ে নয় এগিয়ে যেতে হবে যুগের সাথে সমান তালে। যুগে যুগে নারী সমাজ ভয়কে জয় করে পুরুষের পাশাপাশি এগিয়ে চলছে। এসময় তিনি মাগুরা জেলায় ৮ বছরের শিশুকে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সম্প্রতি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে একজন কম্পিউটার অপারেটরের হাতে শিক্ষার্থী শারীরিক লাঞ্ছনার শিকার ঘটনা উল্লেখ করে বলেন, কোন নারীকে শারীরিক বা মানসিকভাবে লাঞ্চিত করা হলে সেই অপরাধীকে কোন ছাড় দেওয়া হবে না। সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ঘটনায় থানায় মামলা হওয়ার পাশাপাশি অভিযুক্তদের ২ জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে বলে তিনি বক্তব্যর মাঝে তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675