হেলাল উউদ্দীন, বাগমারা : “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় সারা দেশের ন্যায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্বরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, নার্গিস বেগম, ব্র্যাকের প্রতিনিধি আহসানুল হক, আফরোজা আইরিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা সহ মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা এবং কিশোর -কিশোরী ক্লাবের শিক্ষার্থী, বিভিন্ন এলাকার সচেতন মহল। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।