ঢাকাSunday , 9 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর বাঘায় ২০২ পিছ ইয়াবাসহ গ্রেফতার ২

Somoyer Kotha
March 9, 2025 1:01 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার বাঘা থানাধীন দীঘা হাজীপাড়া গ্রামস্থ মরঘটি শ্বশানঘাট মোড়ে মাহফুজ এর টং দোকানের সামনে পাঁকা রাস্তার সম্মুখ হতে রাত ০৯.৫০ টায় দুইজন মাদককারবারিকে ২০২ পিছ ইয়াবা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ শাহীন আলম (২৫) ও ২। মোঃ হাফিজুর রহমান পল্টু (৩৫)। মোঃ শাহীন আলম বাঘা থানাধীন দীঘা দারিয়াতলা গ্রামের মৃত রমিজ উদ্দিনের পুত্র এবং মোঃ হাফিজুর রহমান পল্টু একই থানা একই গ্রামের মৃত আঃ হানিফের পুত্র। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম সঙ্গীয় ফোর্স-সহ গত ৭ই মার্চ রাত ০৯.২০ টায় বাঘা থানাধীন তেতুলিয়া বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন দীঘা হাজীপাড়া গ্রামস্থ মরঘটি শ্বশানঘাট মোড়ে মাহফুজ এর টং দোকানের সামনে পাঁকা রাস্তার সম্মুখে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ৭ই মার্চ রাত ০৯.২৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০৯.৫০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ শাহীন আলমের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচর হতে সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ২০২ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাদেরকে গ্রেফতার করে। ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ শাহীন আলম ও মোঃ হাফিজুর রহমান পল্টুদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।