ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘৭১র রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা মানোয়ার হোসেন ওরফে মোনা (৭০) ৭ মার্চ ‘২৫ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। ইন্না-লিল্লাহীৃৃরজিউন। মৃত্যুর সময় বয়স ৭০ বছর হয়েছিল। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী এবং তাঁর রণাঙ্গনের বহু সাথী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পৃথকভাবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের সদস্য ও সন্তান কমান্ডের সকল সদস্যগণ মানোয়ার হোসেন মোনার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার প্রতি ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সে সাথে ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি-কায়সার আহমেদ ও তার ক্লাবের সকল সদস্যগণ মৃতের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মৃতের নামাজে জানাযা বাহাদুরগঞ্জ জামে মসজিদ কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে মৃতকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ ওর্নার প্রদান হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মনিরুল ইসলাম মন্টু, ডেপুটি কমান্ডার মোঃ তৈমুর হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার আলী। পরে মৃতকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।