• ঢাকা, বাংলাদেশ
  • ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘বহু পুরুষ নারীবাদের অর্থই জানেন না, তাই নারীরা ভয় পায়’, কোন প্রসঙ্গে বললেন অদা শর্মা?

প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ২:২০

‘বহু পুরুষ নারীবাদের অর্থই জানেন না, তাই নারীরা ভয় পায়’, কোন প্রসঙ্গে বললেন অদা শর্মা?

অনলাইন ডেস্ক : আলাদা ভাবে নারী দিবসে নিজের জন্য কিছু করেন না অদা। তবে নারী দিবস উদ্‌যাপনে তাঁর কোনও আপত্তি নেই।

আন্তর্জাতিক নারী দিবসে নারীবাদ নিয়ে মুখ খুললেন অদা শর্মা। বিভিন্ন বিষয়ে স্পষ্ট মতামত রাখেন অভিনেত্রী। নিজেকেও নারীবাদীই মনে করেন তিনি। কিন্তু অদার বক্তব্য, মহিলারা স্বীকার করতে ভয় পান যে তাঁরা নারীবাদী।

সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অদা জানিয়েছেন, নারীবাদ নিয়ে এখনও অনেকের স্পষ্ট ধারণাই নেই। অনেকে মনে করেন, নারীবাদ আসলে পুরুষের নিন্দা করা। পুরুষকে পিছনে ফেলে নারীদের এগিয়ে নিয়ে যাওয়াকেই নারীবাদের সঙ্গে গুলিয়ে ফেলেন অনেকে। অদা এই প্রসঙ্গে বলেছেন, “নারীবাদের অর্থ হল, লিঙ্গনির্বিশেষে সমানাধিকার ও সমান সুযোগ পাওয়া। কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে পুরুষতন্ত্র এমন ভাবে বসে গিয়েছে যে, মহিলারা আজ স্বীকার করতে ভয় পান, তাঁরা নারীবাদী। তার কারণ, পুরুষেরা ঠিক করে নারীবাদের সংজ্ঞাই জানে না।”

আরও পড়ুনঃ  মা হওয়ার আপ্রাণ চেষ্টা অভিনেত্রীর, ঘটল অলৌকিক ঘটনা!

আলাদা ভাবে নারী দিবসে নিজের জন্য কিছু করেন না অদা। তবে নারী দিবস উদ্‌যাপনে তাঁর কোনও আপত্তি নেই। অভিনেত্রীর কথায়, “এই উদ্‌যাপন যদি কাউকে খুশি রাখতে পারে, তাতে ক্ষতি কিসের! বছরে একবার জন্মদিন পালন করার মতোই তো। মেয়েরা একটু আনন্দ করুক না!” যদিও বছরের প্রতিটি দিনই বিশেষ বলে মনে করেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  হারানোর পরই মূল্য দেওয়া হয় : অপরাজিতা আঢ্য

চলচ্চিত্র দুনিয়ার পুরুষতন্ত্র নিয়েও কথা বলেন অদা। তাঁর স্পষ্ট মন্তব্য, “সারা বিশ্বের মতোই এই ইন্ডাস্ট্রিও পুরুষদের দ্বারাই নিয়ন্ত্রিত।” তবে চলচ্চিত্র জগতের কঠিন পরিস্থিতিতে ‘চ্যালেঞ্জ’ হিসেবে নিতে পছন্দ করেন অদা।

আরও পড়ুনঃ  সিগারেট নারী-পুরুষ দুজনের শরীরের জন্যই ক্ষতিকর : চমক

উল্লেখ্য, ‘১৯২০’, ‘কম্যান্ডো ২’, ‘দ্য কেরালা স্টোরি’, ‘বস্তার: দ্য নক্সাল স্টোরি’র মতো ছবিতে অভিনয় করেছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675