• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ফরিদপুরে মাহিন্দ্রা উল্টে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৩:২৯

ফরিদপুরে মাহিন্দ্রা উল্টে প্রাণ গেল স্কুলছাত্রের

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে মাহিন্দ্রা উল্টে নাফিজ মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে ফরিদপুর সদরের কোমরপুর এলাকার মুসলিম মিশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজ মোল্লা ফরিদপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাহিরদিয়া এলাকার বাসিন্দা সবজি ব্যবসায়ী জাহিদ মোল্লার ছেলে। নাফিজ কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভাইয়ের মধ্যে নাফিজ বড়।

আরও পড়ুনঃ  নাটোরে বাড়িতে এসে ইউপি সদস্যকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি

স্থানীয়রা জানান, নাফিজ পড়াশোনার পাশাপাশি সবজি ব্যবসায়ী বাবাকে সাহায্য করত। সবজি ব্যবসায়ী জাহিদ মোল্লার দোকান বাহিরদিয়া বাজারে। নাফিস ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজার থেকে পাইকারি দামে সবজি কিনে বাহিরদিয়া নিয়ে আসতো বাবার ব্যবসায় সহায়তা করার জন্য। আজ রোববার ভোরে একটি মাহিন্দ্রা করে নাফিস পাইকারি দামে সবজি কেনার জন্য ফরিদপুর শহরের হোলিপোর্ট বাজারে যাচ্ছিল। এ সময় সে মাহিন্দ্রার সামনে চালকের পাশে বসা ছিল। মাহিন্দ্রাটি মুসলিম মিশনের সামনে পৌঁছালে সড়কের উঁচুনিচুর কারণে মাহিন্দ্রাটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় নাফিস মাহিন্দ্রার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, আহত নাফিসকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নাফিসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675