ঢাকাSunday , 9 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মাহিন্দ্রা উল্টে প্রাণ গেল স্কুলছাত্রের

Somoyer Kotha
March 9, 2025 3:29 pm
Link Copied!

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে মাহিন্দ্রা উল্টে নাফিজ মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে ফরিদপুর সদরের কোমরপুর এলাকার মুসলিম মিশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজ মোল্লা ফরিদপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাহিরদিয়া এলাকার বাসিন্দা সবজি ব্যবসায়ী জাহিদ মোল্লার ছেলে। নাফিজ কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভাইয়ের মধ্যে নাফিজ বড়।

স্থানীয়রা জানান, নাফিজ পড়াশোনার পাশাপাশি সবজি ব্যবসায়ী বাবাকে সাহায্য করত। সবজি ব্যবসায়ী জাহিদ মোল্লার দোকান বাহিরদিয়া বাজারে। নাফিস ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজার থেকে পাইকারি দামে সবজি কিনে বাহিরদিয়া নিয়ে আসতো বাবার ব্যবসায় সহায়তা করার জন্য। আজ রোববার ভোরে একটি মাহিন্দ্রা করে নাফিস পাইকারি দামে সবজি কেনার জন্য ফরিদপুর শহরের হোলিপোর্ট বাজারে যাচ্ছিল। এ সময় সে মাহিন্দ্রার সামনে চালকের পাশে বসা ছিল। মাহিন্দ্রাটি মুসলিম মিশনের সামনে পৌঁছালে সড়কের উঁচুনিচুর কারণে মাহিন্দ্রাটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় নাফিস মাহিন্দ্রার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, আহত নাফিসকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নাফিসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।