অনলাইন ডেস্ক : পাকিস্তান সফরের ক্ষেত্রে নিজ নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটিতে সফরের ক্ষেত্রে মার্কিনিদের পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। সম্ভাব্য সন্ত্রাসী হামলা ও সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে। খবর জিও নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো কর্তৃক জারি করা লেভেল-৩ ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, সন্ত্রাসীরা সামান্য বা কোনো সতর্কতা ছাড়াই পরিবহনকেন্দ্র, বাজার, শপিং মল, সামরিক স্থাপনা, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, পর্যটনকেন্দ্র, স্কুল, হাসপাতাল, উপাসনালয় ও সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা করতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা হচ্ছে। এ ছাড়া বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫–এ পাকিস্তানের অবস্থান দ্বিতীয়তে উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর পাকিস্তানে সন্ত্রাসী হামলা সম্পৃক্ত নিহতের সংখ্যা ৪৫ শতাংশ বেড়েছে। ২০২৩ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ছিল ৭৪৮ জন এবং ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮১ জনে।