অনলাইন ডেস্ক : মিরপুরে আজকের সকালটা ,রাঙিয়েছেন নাইম শেখ। ব্যাট হাতে হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি। ডাবল সেঞ্চুরির সম্ভাবনা ছিল তার সামনে। তবে তা করতে পারেননি। শেষ পর্যন্ত ১২৫ বলে ১৭৬ রানে থামতে হয়েছে তাকে। ১৮ চার ও ৮টি ছক্কায় সাজিয়েছেন তার ইনিংসটি।
নাইমের ঝড়ো ব্যাটিংয়ে ডিপিএলে প্রাইম ব্যাংক বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানও জমা করে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ক্লাবটির সংগ্রহ করেছে ৪২২ রান। এর আগে ২০১৮ সালে ৩৯৩ রান করেছিল আবাহনী। এতদিন সেটিই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রোববার (৯ মার্চ) থেকে শুরু হয়েছে তৃতীয় রাউন্ড। ঢাকার তিন ভেন্যুতে চলছে ছয় দলের খেলা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন।
মিরপুরে টস জিতে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ব্রাদার্স ইউনিয়ন। সাব্বির হোসেনকে নিয়ে নাইম শেখ দারুণ শুরু এনে দেন। রানের ফোয়ারা ছুটিয়ে এগোতে থাকেন নাইম। অন্যপ্রান্তে সঙ্গী বদল হলেও ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৮০ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি।
শতক হাঁকানোর পর আরও চড়াও হয় তার ব্যাট। ব্রাদার্সের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন। ৮০ বলে সেঞ্চুরির পর ১০৬ বলে দেড়শ রান পার করেন। এক সময় মনে হচ্ছিল ডাবল সেঞ্চুরি করে ফেলবেন তবে সেটি শেষ পর্যন্ত হয়নি। ব্যক্তিগত ১৭৬ রানে থাকা অবস্থায় কাভারে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
বাংলাদেশের হয়ে লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় সবার ওপরে সৌম্যর ২০৮ রানের ইনিংস। এরপরই আছেন রাকিবুল হাসান, ২০১৭ সালে মোহামেডানের হয়ে ১৯০ রান করেছিলেন। তালিকার তিনে প্রাইম ব্যাংকের হয়ে এনামুল হকের ১৮৪ ও চারে প্রাইম ব্যাংকের হয়ে ২০২২ সালে মুমিনুলের ১৮২ রান। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে নাইমের খেলা ১৭৬ রানের ইনিংস।