• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

উড়ন্ত শুরুর পর কিউই শিবিরে জোড়া আঘাত ভারতের

প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৪:০৫

উড়ন্ত শুরুর পর কিউই শিবিরে জোড়া আঘাত ভারতের

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় নিউজিল্যান্ড। সাবলীল ব্যাটিংয়ে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন দুই ওপেনার উইল ইয়োং ও রাচিন রবীন্দ্র। তবে পাওয়ার প্লেতে ভারতকে ব্রেক থ্রু এনে দেন বরুণ চক্রবর্তী। এরপর কিউই শিবিরে আঘাত হানেন কুলদ্বীপ যাদব।

আরও পড়ুনঃ  বলের আঘাতে পড়ে গেলেন কোহলি, ফাইনালে খেলতে পারবেন?

রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। দেখে শুনে খেলতে থাকেন দুই ওপেনার। কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রাচিন।

অন্যদিকে দেখেশুনে খেলতে থাকেন উইল ইয়োং। ইনিংসের অষ্টম ওভারে প্রথম উইকেটের দেখা পায় ভারত। দলীয় ৫৭ রানে বরুণের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান ইয়োং। ২৩ বলে ১৫ রান করেন তিনি।

আরও পড়ুনঃ  সুদানের বিপক্ষে ম্যাচ নিয়ে ধোঁয়াশায় বাংলাদেশ দল

এরপর ক্রিজে আসা কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রাচিন। তবে দলীয় ৬৯ রানে কিউই শিবিরে আঘাত হানেন কুলদ্বীপ যাদব। ২৯ বলে ৩৭ রান করে আউট হন রাচিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675