• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অপু বিশ্বাসের নতুন রূপ

প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৪:০৯

অপু বিশ্বাসের নতুন রূপ

অনলাইন ডেস্ক : ঢালিউড নায়িকা অপু বিশ্বাস অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন। তবে অন্যান্য ব্যস্ততার মাঝে কাটছে তার দিনকাল। নিয়মিত ভিন্ন রূপ-সাজে নিজেকে মেলে ধরছেন। সেসব ছবি, ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রেকাশ করে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছেন ভক্তদের মাঝে। সম্প্রতি এক ফটোশুটে নতুন রূপে দেখা গেল অপুকে।

আরও পড়ুনঃ  হারানোর পরই মূল্য দেওয়া হয় : অপরাজিতা আঢ্য

সোনালি আলোর ব্রাইডাল থিমে লাল-সাদার ট্র্যাডিশনাল কস্টিউমে অপুকে দেখে মুগ্ধ হয়ে যে কেউ বলবে এ কোন অপু!

শনিবার (৮ মার্চ) রাতে পাঁচটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যায়, নায়িকার পরনে আনারকলি গাউনের সঙ্গে লাল ওড়না। অপুর সাদা এই গাউনটিতে এম্ব্রডারির কাজ যেমন ছিল নজরকাড়া, দোপাট্টা স্কার্ফ হিসেবে লাল ওড়নাও বাড়িয়ে দেয় সৌন্দর্য।

আরও পড়ুনঃ  ক্যানসার নিয়েই রোজা রাখছেন হিনা খান

তবে শুধু পোশাকেই চোখ ধাঁধাননি অপু বিশ্বাস! অনেকের নজর আটকেছে নায়িকার অলংকারেও! ড্যাংগেল ইয়ারিং, রুদ্রানি নেকলেস ও টিকলিতে ছিল সোনালি আবহ।

শুধু তাই নয়, এই ছবিগুলোর সঙ্গে এক শক্তিশালী বার্তা জুড়ে দেন অপু বিশাস। ক্যাপশনে লিখেছেন, ‘স্টাইল ইজ আ ওয়ে টু সে হু ইউ আর উইদাউট স্পিকিং’।

আরও পড়ুনঃ  ‘বহু পুরুষ নারীবাদের অর্থই জানেন না, তাই নারীরা ভয় পায়’, কোন প্রসঙ্গে বললেন অদা শর্মা?

এরমাধ্যমে নায়িকা বোধহয় বোঝাতে চেয়েছেন, চুপচাপ অর্থাৎ নিঃশব্দে নিজেকে প্রকাশ করার একমাত্র উপায় ‘স্টাইল’।

ক্যাপশনে অপু এও যোগ করেন, ‘ঈদের বিশেষ কাজ’।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675