ঢাকাSunday , 9 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন

Somoyer Kotha
March 9, 2025 7:14 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সহকারী সার্জন ডা. শারমিন সুইটির বিরুদ্ধে শ্রাবণী নামে জৈনকা প্রসূতি মায়ের ডেলিভারি পরবর্তী সময়ে চিকিৎসাধীনন অবস্থায় ( শনিবার ৮ মার্চ) মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী চিকিৎসক।
রোববার দুপুর তিনটায় ডা. শারমিন সুইট ভাঙ্গা বাজার পাড়ের নিজ মালিকানাধীন ভবনে সংবাদ সম্মেলনে বলেন, ভাঙ্গা পৌর এলাকার গজারিয়া গ্রামের শাহ আলমের সহধর্মিণী গর্ভবতী মাকে গত কয়েক মাস আগে তিনি গাইনী চিকিৎসক হিসেবে চিকিৎসা করলেও তিনি প্রসূতির অপারেশন করেনি। কিন্তু তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে তিনি অপারেশন করার পর ওই প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে।
কিন্তু তার কাছে তথ্য রয়েছে স্থানীয় গ্রীণ হাসপাতালে জনৈক চিকিৎসককে দিয়ে তার স্বজনরা প্রসূতির মায়ের ডেলিভারি করান এবং ডেলিভারি পরবর্তী সময়ে প্রসূতি মা অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল শনিবার (৮ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আমাকে (ডা. শারমিন সুইটের) জড়িয়ে অপপ্রচার পোস্ট ছড়ানো হয় ডা. শারমিন সুইটের ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু।
এবিষয়ে আমার বক্তব্য প্রসূতি মায়ের অপারেশনের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই এবং মৃত্যুর ঘটনায় জড়িয়ে পোস্টটি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন কোন অভিযোগ পাওয়া গেলেও আত্ম পক্ষের যুক্তিগত যৌক্তিক বক্তব্য নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করাটাই সচেতন নাগরিকদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে তিনি বিশ্বাস করেন।
এসময় গাইনী চিকিৎসক ডা. শারমিন সুইটের স্বামী ডা. মাহামুদুল হাসান সুজন, মেডিকেল অফিসার গোপাল দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
ভাঙ্গা গ্রীন হসপিটালের পরিচালক মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়ানোর বিষয়ে তার জানা নেই। চিকিৎসকের অবেলায় গ্রীণ হাসপাতালে ডা. শারমিন সুইট প্রসূতির অপারেশন করেছেন বা কোন রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেনি বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।