স্টাফ রিপোর্টার,ফরিদপুর : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বরকে জড়িয়ে সংবাদ সম্মেলন ও কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন মো. সজিব মাতুব্বর।
রোববার বিকেলে পৌর এলাকার মধ্যে পাড়া হাসামদিয়া পৌর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভাঙ্গা পৌর এলাকার চার নাম্বার ওয়ার্ডের ২ নম্বর বাড়ির মালিকানা নিয়ে মৃত হারুন মাতুব্বরের ছেলেদের বেলায়েত ও এনায়েত গংদের সাথে আওয়ামী লীগের দোসর সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের পালিত মাদক কারবারি তারেক আহমেদ লিঙ্কন আমাকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার পাশাপাশি আমাকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মুল বক্তব্য তিনি আরও বলেন, আমি জিয়ার আদর্শের সৈনিক। আমার রাজনীতি শহীদ জিয়াউর রহমানের আদর্শের উজ্জীবীত বিধায় গত ১৭টি বছর আওয়ামী লীগ সরকারের জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে ফেরারি জীবন ঝুঁকি নিয়ে পালিয়ে থেকে বিএনপির রাজনীতি করেছি। আমি কি করে আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের পাশে থেকে বেলায়েত গংদের সংঘটিত পারিবারিক ঘটনার সাথে জড়িত থাকতে পারি প্রশ্ন রেখে আরও বলেন, আওয়ামী লীগ ও আওয়ামী পন্থীর ঘরোনার কতিপয় বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক সূত্রতায় সামাজিক ও রাজনৈতিক মহলের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, হাদিউজ্জামান রাজু (তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাঙ্গা উপজেলা বিএনপি), কামরুল ইসলাম আহবায়ক মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ভাঙ্গা উপজেলা, ফারদিন হাসান উজ্জ্বল ভাঙ্গা সদস্য সচিব ভাঙ্গা উপজেলা যুবদল, আবিদ সিকদার, সভাপতি ভাঙ্গা কেএম কলেজ ছাত্রদল, সাকিবুল ইসলাস যুগ্ন আহবায়ক ভাঙ্গা কেএম কলেজ ছাত্রদল।