• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগর বাউলে মাতবে আমেরিকা, গড়বে ইতিহাস!

প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫ ৫:২৭

নগর বাউলে মাতবে আমেরিকা, গড়বে ইতিহাস!

অনলাইন ডেস্ক : ব্যান্ড নগর বাউল মানেই রকস্টার মাহফুজ আনাম জেমস! যার পারফর্ম দেখতে এখনও মুখিয়ে থাকেন দেশের লাখো দর্শক-শ্রোতা। তবে শুধু বাংলাদেশেই নয়, সুদূর মার্কিন মুলুকেও অসংখ্য শ্রোতা রয়েছে নগর বাউল-এর। তাদের ডাকে নিয়মিত সারাও দেন ‘গুরু’ জেমস। এবার জেমসের মার্কিন শ্রোতাদের জন্য এলো সুখবর! খুব শীঘ্রই সেখানকার মঞ্চ মাতাতে যাবে নগর বাউল; সঙ্গে গড়বে এক ইতিহাস!

আরও পড়ুনঃ  যৌন কামনা না কি ভালবাসা!

জানা গেছে, ‘চ্যাপ্টার টু জেমস লাইভ ইন ডালাস’ শিরোনামের একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ডালাস শহরের প্ল্যানো ইভেন্ট সেন্টারে হবে এই আয়োজন। ভেন্যু টি আট ধাপে ভাগ করে এরই মধ্যে অনলাইনে টিকিট বিক্রিও শুরু হয়েছে; যার দাম সর্বনিম্ন ৪৯ ও সর্বোচ্চ ১৫০ মার্কিন ডলার।

এদিকে আয়োজক পক্ষ গণমাধ্যমে জানিয়েছে, ডালাসে বাংলাদেশের আইকনিক রকস্টার জেমস তার পুরো ব্যান্ড নিয়ে ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে একটি কনসার্ট করবেন। যেখানে নগর বাউলের গানের পাশাপাশি জেমস তার নিজের কালজয়ী কিছু গান পরিবেশন করবেন। তাই বাংলাদেশি রক সংগীতের গুরুকে সরাসরি দেখার সুযোগটি যেন কেউ মিস না করে, তার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনলাইনে এরই মধ্যে প্রচার শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  মা হওয়ার আপ্রাণ চেষ্টা অভিনেত্রীর, ঘটল অলৌকিক ঘটনা!

আগামী ১৪ জুন প্ল্যানো ইভেন্ট সেন্টারে আয়োজিত হবে সেই কনসার্ট। কনসার্টটি নিয়ে আয়োজকদের একজন সাজ্জাদুল ইসলাম বলেন, ‘এর আগে যুক্তরাষ্ট্রে অনেকের কনসার্ট হয়েছে। দেশের অনেক ব্যান্ড শো করে গেছে। তবে এবার আমরা টেক্সাস ডালাসে ইতিহাস গড়তে যাচ্ছি। কারণ এই শহরে এর আগে এত বড় ভেন্যুতে কেউ কনসার্ট করতে পারেনি। অনেকটা ঝুঁকি নিয়েই আমাদের এই আয়োজন। তবে আশা করছি ১৪ জুন প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় আমরা সফল একটি আয়োজন আপনাদের উপহার দিতে পারব।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675