• ঢাকা, বাংলাদেশ
  • ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

লিচু গাছে মুকুলের পরিবর্তে কচি পাতা, ফলন বিপর্যয়ের আশঙ্কা

প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫ ৯:১৬

লিচু গাছে মুকুলের পরিবর্তে কচি পাতা, ফলন বিপর্যয়ের আশঙ্কা

পাবনা প্রতিনিধি : ফাল্গুন মাসে লিচুর মুকুলের মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে পাবনার ঈশ্বরদীর গ্রামে গ্রামে। থোকায় থোকায় হলুদ রঙের মুকুলে ছেয়ে যায় শত শত লিচু বাগান। কিন্তু এবার চিরাচরিত মুকুলের সেই মৌ মৌ গন্ধ নেই। গজিয়েছে কচি পাতা। মুকুল কম আসায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন বাগান মালিক, চাষি ও ব্যবসায়ীরা।

‘লিচু গ্রাম’ বলে পরিচিত ঈশ্বরদীর মানিকনগর, মিরকামারী, চরমিরকামারী, কদিমপাড়া ও আওতাপাড়া গ্রাম ঘুরে দেখা যায়, শত শত লিচু বাগানে মুকুলের পরিবর্তে গজিয়েছে নতুন কচি পাতা। নতুন পাতা গজালে মুকুল আসে না। যে কারণে লিচুর উৎপাদন নিয়ে চাষিদের সংশয় দেখা দিয়েছে।

ফাল্গুন মাসের ২২ দিন অতিক্রান্ত হলেও চাষিরা বাগান পরিচর্যা করছেন না। ব্যবহার হচ্ছে না সার, কীটনাশক ও মুকুলের জন্য ব্যবহৃত ওষুধ। বিগত বছরগুলোতে এ সময় বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করেন চাষিরা। এবারে বাগানগুলোতে সুনসান নীরবতা।

আরও পড়ুনঃ  শিশুকে যৌন হয়রানি, জুতার মালা পরিয়ে ঘোরানো হলো অভিযুক্তকে

লিচু চাষিরা জানান, বাগানে ১০০ লিচু গাছ থাকলেও মাত্র ১০-২০টি গাছে মুকুল এসেছে। মুকুলের পরিমাণও অনেক কম। অতীতে এতো কম মুকুল দেখা যায়নি। এ বছর কেন এমন হলো তারা বুঝতে পারছেন না। আবহাওয়ার কারণে এ বছর মুকুলের বিপর্যয় হতে পারে বলে তাদের ধারণা।

মানিকনগর পূর্বপাড়া গ্রামের লিচু চাষি শাহমত মন্ডল বলেন, ‌‌‌’আমার বয়সে এত কম লিচুর ফলন দেখিনি। এখানকার মানুষ লিচুর ওপর নির্ভরশীল। এবারে বছর চালাতে খুবই কষ্ট হবে। ১০ থেকে ২০ শতাংশ গাছে মুকুল এসেছে। বাকি গাছে মুকুল নেই।’

লিচুতে জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল কিতাব ওরফে লিচু কিতাব বলেন, ‘৪৫ বছর ধরে লিচুর আবাদ করছি। এমন বিপর্যয় কখনো হয়নি। পুরো এলাকাতেই এ অবস্থা। এজন্য পরিবর্তিত আবহাওয়াকে দায়ী করতে হবে। পরিবর্তিত আবহাওয়ার সাথে সমন্বয় করে আগামীতে লিচুর ভালো আবাদ আর হবে কি না সন্দেহ আছে। এবছর ১০ শতাংশ লিচুর ফলন পাওয়া যাবে বলে মনে হয় না।’

আরও পড়ুনঃ  ভোলাহাটে রণাঙ্গন ‘৭১র বীরমুক্তিযোদ্ধা মানোয়ার চলে গেলেন না ফেরার দেশে!

তিনি আরও জানান, ‘লিচু আবাদের সাথে লাখ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এরা এবারে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হবেন। আমার মনে হয় সরকারের এ বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া উচিত, যাতে পরিবর্তিত আবহাওয়ায় লিচুর ফলন ভালো করা যায়। তা নাহলে আগামী পাঁচ বছরের মধ্যে লিচু আবাদ বিলুপ্তির দিকে চলে যাবে।’

লিচু চাষি আমিরুল ইসলাম বলেন, ‘বিগত ৫০ বছরে লিচুর এমন বেহাল দশা দেখিনি। এবারে আমাদের কী অবস্থা হবে তা বুঝে উঠতে পারছি না।’
ঈশ্বরদীর উপ-সহকারী কৃষি কর্মকর্তা এখলাছুর রহমান বলেন, ‘লিচুগাছে সমানভাবে প্রতিবছর মুকুল আসে না। কোনোবার কম, কোনোবার বেশি আসে। তবে এবারে তুলনামূলকভাবে কম গাছে মুকুল এসেছে। জেনেটিক কারণে হতে পারে। আগামী বছর মুকুলের পরিমাণ সব গাছেই বেশি হবে এবং ভালো ফলন হবে বলে আশা করছি।’

আরও পড়ুনঃ  বাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, ‘দেশে লিচু চাষের জন্য ঈশ্বরদী বিখ্যাত। এবারে ৩ হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এবছরও গাছে মুকুল এসেছে। তবে অন্য বছরের তুলনায় মুকুলের পরিমাণ কম। বৈরী আবহাওয়ার কারণে এমনটা হয়েছে বলে অনুমান করছি।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675