বিশেষ প্রতিনিধি : ঈদকে সামনে রেখে মাহে রমজান মাসে চলমান সময়ে জেলার বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ মানুষের জীবন যাত্রাসহ বিবিধ বিষয়ে সরাসরি দেখার লক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান মোল্লা বুধবার দুপুরে ভাঙ্গা ইউএনও অফিস, পৌরসভা, পুলিশ স্টেশন, মুনসুরাবাদ আশ্রয়ন প্রকল্প ও আজিমনগর ইউনিয়ন ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক সরজমিনে পরিদর্শন করেন। আশ্রয়ন প্রকল্পের বসতিদের সুবিধা ও অসুবিধা বিভিন্ন সমস্যা এবং উপস্থিত সেবা ভোগীদের সাথে বিবিধ ঘটনা নিয়ে কথা বলেন।
জেলা প্রশাসকের আগমন উপলক্ষে ভাঙ্গা থানা পুলিশ গার্ড অব অর্নার এবং ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান ( দায়িত্বরত পৌর প্রশাসক) ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসীভ জুবায়ের বিভিন্ন সরকারী অফিস দপ্তরের প্রধানগণ ও পৌর হিসেব রক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত সচিব) কাওসার মাতুব্বর ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক মো. কামরুল আহসান মোল্লা বলেন, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সরকারি অফিস আদালতে সাধারণ মানুষ যেন সঠিক সেবা পেতে পারেন নিশ্চিত করার লক্ষে জেলা প্রশাসকের নিয়মিত পরিদর্শন হিসেবে তিনি ভাঙ্গা উপজেলার সরকারি অফিস সরজমিনে পরিদর্শন করেন।