ফরিদপুর প্রতিনিধি : সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী শায়লা কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মরহুমার কন্যা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ এ তথ্য জানান।
তিনি বলেন, আমার শ্রদ্ধেয় আম্মা বেগম শায়লা কামাল, মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী, ভোর সাড়ে ৫টায় ইন্তেকাল করেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করছি।
বুধবার বাদ আসর ফরিদপুর শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। দলের পক্ষ থেকে সবাইকে জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ করা হলো।