অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বুধবার নগরীর সার্কিট হাউস রোডে অবস্থিত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিদর্শন করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদর্শনকালে তিনি পিআইবি-এর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন।
মাহফুজ আলম বলেন, সাংবাদিকদের জন্য পিআইবি’র প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গবেষণা কার্যক্রম জোরদার করার জন্য পিআইবি-এর প্রতি আহ্বান জানান।
পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।- বাসস