• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মুরগি চুরি করতে গিয়ে দেখা, তাহমিনার প্রেমে পড়েন জয়নাল

প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৯:০৫

মুরগি চুরি করতে গিয়ে দেখা, তাহমিনার প্রেমে পড়েন জয়নাল

অনলাইন ডেস্ক : উৎসব মানেই ডজন ডজন নাটক নিয়ে হাজির হন পর্দার জনপ্রিয় দুই তারকা নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। আসছে ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে কাজ করছেন তারা; যার কয়েকটির কাজ ইতোমধ্যে শেষ।

এরই মধ্যে একটি নাটক ‘সামার ভ্যাকেশন’। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। চিত্রনাট্য করেছেন অর্ক মোস্তফা।

নাটকটি মূলত কিছুটা কমিডি ঘরানার। গল্পে অজপাড়া গাঁ-এর সুন্দর একটি গল্প চিত্রায়িত হয়েছে। যেখানে দেখা যাবে তেমনই এক গ্রামের মেয়ে তাহমিনাকে। গ্রাজুয়েশন করা মেধাবী ও লক্ষী এই মেয়েকে নিয়ে রয়েছে নানা গুজব। যেমন- যথা সময়ে বিয়ে না করায় গ্রামে তাকে সবাই আইবুড়ো মেয়েই বলে। বিয়ে না করায় তাহমিনার ওপর জ্বীনের আছর আছে বলেও ছড়ানো হয়। কিন্তু এসবের বাইরে তাহমিনার বড় একটা পরিচয় আছে। যে পরিচয় কেউ জানে না।

আরও পড়ুনঃ  প্রথম সিরিজ নিয়ে ঈদে আসছেন জয়া আহসান

অন্যদিকে নাটকের আরও এক চরিত্র জয়নাল। যে মূলত উড়নচণ্ডী স্বভাবের ছেলে। সারাদিন বন্ধুদের সাথে ঘুড়ে বেড়ায়, বাবার টাকা ওড়ায়। বাবা সরকারি চাকরিজীবী, ঘুষ ও দুর্নীতির টাকায় বাড়ি-গাড়ি করেছেন।

আরও পড়ুনঃ  কখন সুখী হবেন, জানালেন পরীমনি

জয়নাল গরমের ছুটি কাটাতে যায় মামা বাড়িতে অজপাড়া গাঁ-এর ফিল নিতে। এখানে এসে মামাতো ভাইদের সঙ্গে গভীর রাতে পিকনিক করার জন্য এর ওর বাড়িতে মুরগি চুরি করে।

তাহমিনাদের বাড়িতে চুড়ি করতে গিয়েই দেখতে পায় তাহমিনাকে এবং প্রেমে পড়ে যায় তার। ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। যে নাটকীয়তায় সুন্দর সমাপ্তি আছে; সামাজিক মূল্যবোধের বার্তাও থাকছে।

আরও পড়ুনঃ  রং ছাপিয়ে প্রেমের জোয়ার!

নিলয় হিমি ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা রনি,জুলফিকার চঞ্চল, ইমরান আজান, আশরাফুল ইসলাম বাবু, মোহিত তমালসহ অনেকেই। ‘সামার ভ্যাকেশন’ নাটকটি ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ঈদুল ফিতরের আয়োজনে উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675