ঢাকাSunday , 16 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন্স লিগে যাদের চ্যাম্পিয়ন দেখছেন ইংলিশ কিংবদন্তি স্কোলস

subadmin
March 16, 2025 8:47 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : তর্কসাপেক্ষে ইংলিশ ফুটবলের সেরা মিডফিল্ডার তিনি। অনেকের মতে প্রজন্মের সেরা মিডফিল্ডারই তিনি। স্যার অ্যালেক্স ফার্গুসনের দাপট দেখানো ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন অবিচ্চেদ্য অংশ। পল স্কোলস নামটা ইংলিশ ফুটবলে ঠিক এতটাই গুরুত্ব বহন করে। ফুটবল থেকে অবসরের পর অন্য অনেক সতীর্থের মতো কোচ হননি। তবে সময় পার করছেন বিভিন্ন টিভি চ্যানেলে ফুটবল বিশেষজ্ঞ হিসেবে।

চ্যাম্পিয়ন্স লিগের সময়ে বিশেষজ্ঞ হিসেবে খানিকটা ব্যস্ত সময়ই পার করছেন পল স্কোলস। রাউন্ড অব সিক্সটিনের পর চ্যাম্পিয়ন্স লিগের ব্র্যাকেট থেকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন কে হবেন– সেটাও বেছে নিয়েছেন সাবেক ইংলিশ তারকা। আর নিজের প্রেডিকশন দিয়ে সবাইকে বেশ একটা চমকই উপহার দিলেন সাবেক এই মিডফিল্ডার।

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের জয়ী হিসেবে পল স্কোলসের পছন্দ ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ফাইনালে তিনি ইন্টারের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনকে।

স্কোলসের মতে সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলান ও বার্সেলোনা। যেখানে রিয়ালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেবে পিএসজি। আর বার্সেলোনাকে বিদায় করবে ইতালিয়ান ক্লাবটি।

তবে এমন অনুমানের পর থেকে নেটিজেনদের তীব্র বিদ্রুপেরও শিকার হচ্ছেন সাবেক এই ইংলিশ মিডফিল্ডার। বিশেষ করে দুই সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার বাদ পড়ার সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল আলোচনা।

উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালেও রিয়াল মাদ্রিদকে খেলতে হবে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে। আর বার্সেলোনা খেলবে জার্মানির বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। বাকি দুই কোয়ার্টারে অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ পিএসজি, আর ইন্টার মিলান খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।