ঢাকাMonday , 17 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনমনে স্বস্তি

subadmin
March 17, 2025 7:30 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা এবং আশপাশের উপজেলাগুলোর বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাত শুরু হয়। কৃষি অফিস জানিয়েছে, বৃষ্টির ফলে আম, ধান, গমসহ সব ধরনের ফসলের উপকার হবে।

আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে, সকাল ১১টা পর্যন্ত সূর্য দেখা যায়নি এবং রবিবার রাত থেকে রাজশাহীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এরপর সোমবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মেলে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

“হালকা বৃষ্টি হওয়ায় স্বস্তি এসেছে। গত দুই-তিন দিন প্রচণ্ড গরম ছিল। শীতের শেষে এমন বৃষ্টির পানি ঠান্ডা ছিল, খুব ভালো লাগছে”-এমনটি বলেন রিকশাচালক মাইনুল ইসলাম।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আনোয়ারা বেগম জানান, বৃষ্টির ফলে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং দিনের বেলা আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, এবং সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও, মেঘের কারণে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তেও পারে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা বলেন, “এই বৃষ্টি আমের জন্য ভালো। এর ফলে আমের বোঁটা শক্ত হবে। দীর্ঘদিন খরার পর হালকা বৃষ্টির কারণে কৃষকের জন্য উপকার হবে, তবে আমের বাগানে সেচ দেওয়ার প্রয়োজন রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।