স্টাফ রিপোর্টার : রাজশাহীতে তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম লিটন সরদার (৪০)। গতকাল রোববার সন্ধ্যায় বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে থানা-পুলিশে সোপর্দ করা হয়।
ট্রাকচালক লিটনের বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামে। ওই দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। তোফাজ্জল বাগমারার ইদ্রিসিয়া কাছেমুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র। দুর্ঘটনায় আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছে।
সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গতকাল বিকেলে তোফাজ্জলসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে মাদ্রাসায় যাচ্ছিল। বাসুবোয়ালিয়া গ্রামে রাজশাহী-মোহনগঞ্জ সড়কে উঠলে বেপরোয়া গতিতে পেছন থেকে আসা একটি কার্গো ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তোফাজ্জল। অন্য দুজন গুরুতর আহত হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে ট্রাকটি আটকে দেন র্যাব সদস্যরা। পরে চালককে আটক করা হয়।
র্যাব জানিয়েছে, এ ব্যাপারে লিটনের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করেছে নিহত মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার। আটক লিটনকে থানায় হস্তান্তর করা হলে আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।