স্টাফ রিপোর্টার : ঈদের পর বিএনপি চেয়্যারপার্সন এবং ভারপ্রাপ্ত চেয়্যারপার্সন উভয়ে দেশে ফেরার সম্ভবানা রয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপার্সনের উদেষ্টা মিজানুর রহামন মিনু। নগরীর ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু ওয়ার্ড বিএনপির ও থানা বিএনপির ত্যাগী নেতাদের নাম উল্ল্যেখ করে বলেন, দলটির প্রকৃিত নেতা তারায় যারা তৃণমূলে মানুষের সুখ দুঃখে পাশে থেকে মানুষের দুঃখ কষ্ট বুঝেছে। বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন, বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম নির্বাচনে নানা ভাবে নিপিড়নের শিকার হয়েছে দলের সকল স্তরের নেতৃবৃন্দ। সময় এসেছে আগামীর দিনে দলকে আরো ভালোবেসে দলের প্রতি অনুগত থাকার।

এ সময় রাজশাহী বিএনপির এই জনপ্রিয় নেতা বলেন বিগত সময় ফ্যসিসট সরকারের দমন পিড়নে যে ক্ষতি মানুষের হয়েছে তা দেশের জনগরকে ফিরিয়ে দিতে হবে। এর আগে বিএনিপর নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এবারের নির্বাচনে কাউকে ভোট চুরি করতে দেয়া হবে না। এখন থেকেই ওয়ার্ড ওয়ার্ড বিএনপির প্রকৃত নেতৃত্ব দেখে এজেন্ট ঠিক করতে হবে। রাতের ভোট আর প্রশাসনের সহয়াতায় কাউকে ভোট করতে দেয়া হবেনা। প্রতিটি কেন্দ্র পাহারা দেয়া হবে।
পরে ইফতার ও দোয়ার আয়োজনে বিএনপি চেয়ারপার্সনের সুস্থ্যতা, বিগত ১৭ বছরে দলের সকল স্তরের নিহত নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনে আহত নিহতদের জন্য দোয়া করা হয়। এ সময় দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাথে কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানা বিএনপি মোল্লাপাড়া, আশ্রয়ণ এবং আশপাশের নগরবাসীদের উপস্থিতি ইফতারের আয়োজনকে জনসভায় রূপান্তর করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক নাজির হাসান, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের এমদাদুল হক লিমন এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।