• ঢাকা, বাংলাদেশ
  • ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আলোচিত সেই সাবেক এসপিকে আদালতে হাজির : জেলহাজতে প্রেরণ

প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ৮:৫৩

আলোচিত সেই সাবেক এসপিকে আদালতে হাজির : জেলহাজতে প্রেরণ

নাটোর প্রতিনিধি: নাটোরে স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় নাটোরের আলোচিত বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হককে আদালতে হাজির করা হয়েছে। এসময় আইনজীবী তার জামিনের আবেদন না করায় পুনরায় জেল হাজতে পাঠিয়েছে, পুলিশ।

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হককে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এ সময় আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিন শুনানির জন্য আবেদন না করায় তাকে আবারও জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় ব্যবসায়ীর পুরুষাঙ্গ কর্তনের মামলায় ৭ হিজড়া কারাগারে

এদিকে বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হককে আদালতে হাজিরের খবরে শুনে আদালত পাড়ায় জড়ো হন সাংবাদিকরা।

বিষয়টি নিশ্চিত করে নাটোর কোর্টের পুলিশ পরিদর্শক মোহা. মোস্তফা কামাল বলেন, বেলা ১১টা ৫ মিনিটে তাকে আদালতে নিয়ে আসা হয়। তার আইনজীবী আদালতে জামিন আবেদন না করায় পুনরায় জেলহাজতে প্রেরণ করেন আদালত। তার আইনজীবী জানিয়েছে, হাইকোর্টে জামিন আবেদনের প্রক্রিয়া চলছে। তাই এখানে জামিন আবেদন করেননি।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার

এর আগে গত ১১মার্চ স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এসময় নাটোরের গণমাধ্যম কর্মীরা ছবি ও ফুটেজ নিতে গেলে পুলিশ সুপার এস এম ফজলুল সাংবাদিকসহ বেশ কয়েকটি গণমাধ্যমের ক্যামেরার ওপর হামলা করেন। ওই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমলোচনার সৃষ্টি হয়। ঘটনার দিনই ভুক্তভোগী সাংবাদিক কাউছার হাবীব বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পুলিশ সুপার এসএম ফজলুল হককে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675