অনলাইন ডেস্ক : ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মানেই বাড়তি উত্তেজনা। যে রোমাঞ্চ মাঠ থেকে ছড়িয়ে যায় মাঠে বাইরেও। এমনকি হাজার মাইল দূরের এই উপমহাদেশেও উত্তাপ ছড়ায় সেলেসাও-আলবিসেলেস্তেদের লড়াই। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার মুখোমুখি হচ্ছে ক্রিকেটে।
আজ সোমবার (১৭ মার্চ) বাংলাদেশ সময় রাত আটটায় আর্জেন্টিনা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল নারী ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে। আর্জেন্টিনার মেয়েদের বিপক্ষে সর্বশেষ ৫ ম্যাচের সবকটি জিতেছে ব্রাজিলের মেয়েরা।
এই ম্যাচটি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের অংশ। আমেরিকা অঞ্চল থেকে এই বাছাই পর্বে অংশ নিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচটি সরাসরি অনলাইনে দেখা যাবে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে।
এই আসরে দুই দলেরই শেষ ও ষষ্ঠ ম্যাচ এটি। আসরে পাঁচ ম্যাচে এক জয়ের বিপরীতে চার হার ব্রাজিলের। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়েও নেট রানরেটে পিছিয়ে থাকায় চারে আছে আর্জেন্টিনা।
গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভাবনা দুই দলেরই শেষ। এক ম্যাচ আগেই আসর থেকে ছিটকে গেছে তারা। ফলে এখানেই শেষ হচ্ছে তাদের বিশ্বকাপের পথচলা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে চার দল। এই তালিকায় আছে ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও আছে যুক্তরাষ্ট্র ও কানাডা। এ অঞ্চলের শীর্ষ দল গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করবে। সে দৌড়ে অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা। ৫ ম্যাচ শেষে তাদের দুজনেরই পয়েন্ট সমান ৮ করে।