অনলাইন ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে আবার দেখা মিলল রানবন্যার দিনের। বিকেএসপির ৪ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রথম ব্যাট করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচটায় যারা চোখ রেখেছেন, তাদের জন্য ছিল নিখাঁদ বিনোদন। এক এনামুল হক বিজয় করেছেন ১৪৯ রান।
তবে বিজয়ের পাশাপাশি সেঞ্চুরি করেছেন আরও একজন। তিনি তাসকিন আহমেদ। তাসকিনের এই সেঞ্চুরিটা অবশ্য ব্যাট হাতে না। বরং খরুচে বোলিংয়ের সুবাদে করেছেন এই সেঞ্চুরি। মোহামেডানের হয়ে বল হাতে ৩ উইকেট পেলেও খরচা করেছেন ১০৭ রান।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের যা সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড। তার ওপরে এদিন সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন তোফায়েল আহমেদ। ২৯ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস ছিল তার। তাসকিনের শেষ দুই ওভারেই এসেছিল ৪৫ রান। এর অনেকটাই ছিল তোফায়েলের ব্যাট থেকে।
তাসকিনের ১০৭ রানের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটা ছিল ১০৪। ২০১০ সালে বেনোনিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ১০৪ রান দিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের পেসার শাহাদাত হোসেন। এছাড়া গেল বছর ডিপিএলে আবাহনীর বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান দেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির পেসার ইকবাল হোসেন।