ঢাকাTuesday , 18 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

ফুটবলারের জন্য শোক পালনের পর জানা গেল তিনি জীবিত

subadmin
March 18, 2025 8:56 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : সাবেক খেলোয়াড় কিংবা দল সংশ্লিষ্ট কারও মৃত্যুতে শোক জানাতে সাধারণত ম্যাচের আগে নীরবতা পালন করেন স্কোয়াডের সদস্যরা। বুলগেরিয়ার একটি ম্যাচে তেমনই দৃশ্য দেখা যায়। দেশটির শীর্ষ লিগে লেভস্কি সোফিয়া ক্লাবের বিপক্ষে নিজেদের সাবেক ফুটবলারের জন্য শোক পালন করে আর্দা কারজালি। পরে জানা যায় তাদের সাবেক খেলোয়াড় পেটকো গানচেভ বেঁচে আছেন।

গত রোববারের এই ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েছে ম্যাচের আগে নীরবতা পালন করা আর্দা কারজালি ক্লাব। যদিও শোক পালন করে দুই দলই। তবে নিজেদের সাবেক ফুটবলার হিসেবে এই আয়োজন করা হয় আর্দার পক্ষ থেকে। সেজন্য তারা ক্ষমাও চেয়েছেন সাবেক ওই ফুটবলারের কাছে। ক্লাবটি সেই খবর জানতে পারে ম্যাচ শেষ হওয়ার আগে। এরপর তারা নিজেদের ফেসবুক পেজে জানায়, গানচেভের মৃত্যুর যে তথ্য পেয়েছিল সেটি ভুল ছিল।

আর্দা কারজালি ক্লাব জানায়, ‘আর্দার সাবেক খেলোয়াড় পেটকো গানচেভ ও তার স্বজনদের কাছে ক্লাব কর্তৃপক্ষ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছে যে, আমরা তার মৃত্যুর ভুল খবর পেয়েছিলাম। আশা করি পেটকো আরও অনেক বছর সুস্থ থাকবে এবং আর্দার সাফল্য উপভোগ করবে।’ পরদিন (সোমবার) অবশ্য সেই পোস্টটিও সরিয়ে নেয় বুলগেরিয়ান ক্লাবটি।

এর আগে যে ম্যাচের আগে এমন বিব্রতকর ঘটনা ঘটেছে, সেই খেলায় ১-১ গোলে ড্র করে লেভস্কি সোফিয়া ও আর্দা কারজালি। ১৬ দলের এই প্রতিযোগিতায় আর্দা বর্তমানে পাঁচে রয়েছে এবং পরবর্তী মৌসুমে ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণেরও দুয়ার খোলা আছে। বিপরীতে তাদের প্রতিপক্ষ লেভস্কি আছে টেবিলের দুইয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।