• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

টি-টোয়েন্টিতেও হারলো বাংলাদেশ

প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩ ৯:২৯

টি-টোয়েন্টিতেও হারলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: ওয়ানডেতে সিরিজ হারের পর একমাত্র টি-টোয়েন্টিতেও পাকিস্তানের অনুর্ধ্ব-১৯ দলের কাছে হারলো বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করে বাংলাদেশের দেওয়া ১৬০ রানের লক্ষে সহজেই পৌঁছে যায় পাকিস্তান। তাদের হাতে তখনও ছিল চারটি উইকেট আর ৫টি বল।

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বুধবার সকালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠায় পাকিস্তান। শুরুটা ভালই করেছিলেন ওপেনার জিশান আলম। ১৫ বলে ৩২ রান করে ফেলেন জিশান। সঙ্গী মইনুল ইসলাম অবশ্য জ¦লে উঠতে পারেননি।

আরও পড়ুনঃ  বগুড়ার সোনাতলায় পাঁচ দিনব্যাপী সন্যাসীর মেলা শেষ হলো

মইনুল ব্যাট করতে থাকেন ওয়ানডে মেজাজেই। এ দুজনের ৭২ রানের মধ্যে ৫২ রানই আসে জিশানের ব্যাট থেকে। ৩ নম্বরে ব্যাটিংয়ে নামা অধিনায়ক আহরার আমিন ১০ বলে করেন ২০ রান। এরপর আরিফুল ইসলাম ২৫ বলে ৩০ আর আশিকুর ১২ বলে ১৮ রান করেন। সবমিলিয়ে সংগ্রহ হয় ১৫৯ রান। ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে শাহজাইব খান আউট হলে একটু চাপেই পড়ে পাকিস্তান। তবে শামিল হুসেইন ও অধিনায়ক মির্জা সাদ পরিস্থিতি সামাল দেন।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৬

মির্জা সাদ ১৬ বলে ২৪ রান করে আউট হন। তবে ফিফটি তুলে নেন ওপেনার শামিল। ৪৯ বলে করেন ৬৭ রান। আরাফাত আহমেদ ২২ বলে করেন ৪১ রান। তখনই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এ দিন মাঠে বাংলাদেশের ফিল্ডিং ব্যার্থতাও ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুনঃ  সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা আইন নিজের হাতে তুলে নেবে : সরকারের উদ্দেশে আজহারী

এক যুগেরও বেশি সময় পর রাজশাহীর মাঠে এবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো। পাকিস্তানের সঙ্গে চার ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি হয় চট্টগ্রামে। সেখানে বাংলাদেশ টানা দুই ম্যাচ হারের পর রাজশাহীতে এসে জয় পায়। তবে শেষ ম্যাচটা হেরে যায় তারা। এরপর বুধবার একমাত্র টি-টোয়েন্টিতেও স্বাগতিকদের হারিয়ে দিল সফরকারীরা।

সর্বশেষ সংবাদ

বাড়িতে তুলসী গাছ থাকতে ওজন ঝরানো নিয়ে চিন্তা?
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
রোজের ব্যবহারের একটি জিনিস থেকেই ঘরের দূষণ বাড়ছে!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675