• ঢাকা, বাংলাদেশ
  • ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

টিকা শেষ, হয়রানির শিকার হজযাত্রীরা

প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩ ১০:০৪

টিকা শেষ, হয়রানির শিকার হজযাত্রীরা

স্টাফ রিপোর্টার: হজে যাওয়ার আগে সবাইকেই নিতে হয় মেনিনোকোকাল ও ইনফ্লুয়েঞ্জা টিকা। এ জন্য আগে থেকে নাম নিবন্ধন করে টিকা নিতে যেতে হয় সিভিল সার্জনের কার্যালয়ে। বুধবার রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ে টিকা শেষ হয়ে যাওয়ায় হয়রানির শিকার হয়েছেন হজ যাত্রীরা। টিকা শেষ হয়ে যাওয়ায় তারা টিকা পাননি। তবে কয়েকদিনের মধ্যে টিকা দেওয়ার আশা কর্তৃপক্ষের।

বুধবার সকালে রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ে টিকা দেওয়া শুরু হয়। কিন্তু ৭০টি টিকা দেওয়ার পর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়েছেন হজযাত্রীরা। এর আগে গত ৮ মে থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। হজযাত্রীরা পর্যায়ক্রমে এসে টিকা নিচ্ছিলেন।

আরও পড়ুনঃ  পুনাকের উদ্যোগে আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলা থেকে এবার ২ হাজার ৪৬৭ জন হজে যাবেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৬৫৭ জন। বাকিরা যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। প্রত্যেককেই টিকা নিতে হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় থেকে।

বুধবার সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে দেখা যায়, ৭০ জনকে টিকা দেওয়ার পর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও হজযাত্রীরা লাইনে দাঁড়িয়ে আছেন। সিভিল সার্জনের কার্যালয়ের এক কর্মচারী মাইকে বলছেন, টিকা আপাতত শেষ। আজ আর টিকা দেওয়া হবে না। এই ঘোষণা দেওয়ার পর হজযাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। শুরু হয় হট্টগোল।

আরও পড়ুনঃ  সৌদির সাথে মিল রেখে পুঠিয়ার একটি গ্রামে ঈদ পালন

বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সি নিশাত ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার আতাউর রহমান জানান, এ বছর তাদের ১৭০ জন হজে যাবেন। কয়েকদিন আগে এসে তাদের তালিকা ও অনলাইন নাম নিবন্ধন করা হয়েছে। বুধবার তাদের টিকা গ্রহণের দিন ঠিক ছির। বুুধবার তারা এসে টিকা পাননি। দূর-দূরান্ত থেকে আসা হজযাত্রীদের এসে হয়রানি হতে হয়েছে।

টিকা নিতে আসা মাহমুদুল আমিন বলেন, সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলাম। শুরুতে বলা হচ্ছিল আজকে ১৫০ জনকে টিকা দেবে। আমি ২৭ বা ২৮ নম্বরে সিরিয়ালে ছিলাম। ২৫ জনদের টিকা দেওয়ার পর জানানো হয় আর টিকা দেওয়া হবে না। এভাবে হজের শেষ মুহূর্তে এসে আমাদের বিলম্ব করা ঠিক হচ্ছে না। দ্রুতই যেন টিকা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশ সাংবাদিক সংস্থা পুঠিয়া শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহীর পরিচালক রেজ্জাকুল হায়দার বলেন, হজযাত্রীরা টিকা নিতে পারছেন না এমন একটি সংবাদ আমরা পেয়েছি। তবে আমরা শুধু ব্যবস্থাপনা ও তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। টিকা সংক্রান্ত সকল কিছু দায় দায়িত্ব সিভিল সার্জন অফিসের।

রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেন, অল্প কিছু টিকা কমে গেছে। ঢাকায় বিষয়টি জানিয়েছি। দুই-তিনদিনের মধ্যে টিকা চলে আসবে বলে আশা করছি। টিকা এলেই হজযাত্রীদের খবর দেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যেই তারা টিকা পাবেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675