• ঢাকা, বাংলাদেশ
  • ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘আমি কাঁদতেছি, রুনা লায়লা আমাদের গান শেয়ার করেছেন’

প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১১:০৭

‘আমি কাঁদতেছি, রুনা লায়লা আমাদের গান শেয়ার করেছেন’

অনলাইন ডেস্ক : ঈদ মানেই প্রেক্ষাগৃহে নতুন সিনেমা, নতুন গান, দর্শকদের উৎসবের আনন্দ। এবারের ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি সিনেমাই মুক্তি পেতে চলেছে।

এর মধ্যে অন্যতম নুসরাত ফারিয়া ও সজল অভিনীত ছবি ‘জ্বীন ৩’। সম্প্রতি ছবির পোস্টার ও একটি গান প্রকাশিত হয়েছে।

‘কন্যা কন্যা, কন্যা রে, বলব মনের কথা শোননা রে’- এমন কথার গানের দৃশ্যায়নে উঠে এসেছে জাঁকজমক এক উৎসবের আবহ। যেখানে ফুটে উঠেছে নুসরাত ফারিয়ার ট্র্যাডিশনাল নানা সাজের অবতার। শাড়ি-গহনাতে নুসরাতের বাঙালিয়ানা নাচই মনে ধরেছে দর্শকের।

আরও পড়ুনঃ  ১৬ বছরের কিশোরের ওপর ক্ষুব্ধ মালাইকা

গানটি প্রকাশের একদিন পর বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা সেটি শেয়ার করেন নিজের ফেসবুকে। যেমনটা দেখে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন নায়িকা নুসরাত ফারিয়া।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে গানটি শেয়ার করে রুনা লায়লা লেখেন, ‘খুবই সুন্দর। অভিনন্দন ইমরান-কনা এবং ফারিয়া ও সজল। ভালো লেগেছে।’

আরও পড়ুনঃ  রং ছাপিয়ে প্রেমের জোয়ার!

রুনা লায়লার এমন মন্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি ফারিয়া। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি কাঁদতেছি, রুনা লায়লা আমাদের গান শেয়ার করেছেন!’

পাশেই থাকা সজলকে দেখিয়ে ফারিয়া বলেন, ‘তুমি কি এটা বিশ্বাস করছ? এই দেখো, আমি খুবই আবেগাপ্লুত।’

‘জ্বীন ৩’ ছবির এই গানটি গত সোমবার সন্ধ্যায় মুক্তি পেতেই যেন ছড়িয়ে গেছে ঈদের আবহ। নেটিজেনদের অনেকের মন্তব্য, ‘গানটি শুনে ঈদ ঈদ ভাব চলে এসেছে। এখন পর্যন্ত এটাই সেরা গান।’

আরও পড়ুনঃ  মিষ্টি হাসিতে নেটিজেনদের প্রশংসায় ফারিণ

রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর সংগীতও করেছেন ইমরান। ইতোমধ্যে গানটি শুনে ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছেন তারকারাও।

চিত্রনায়িকা মাহিয়া মাহি, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তানজিন তিশারাও আছেন সেই তালিকায়। তাদের প্রায় সকলের মন্তব্যঘরে প্রতিক্রিয়া দিতে দেখা গেছে নুসরাত ফারিয়া, ইমরান মাহমুদুলদের।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675