ঢাকাWednesday , 19 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

আমাকে বলেছিল, বিয়ে-বাচ্চা হলে তুমি শেষ : শুভশ্রী

subadmin
March 19, 2025 11:11 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : সময়টা বেশ ভাল যাচ্ছে শুভশ্রী গাঙ্গুলীর। বড় পর্দা, ওটিটি, ছোট পর্দায় কাজ করছেন সমানতালে। শুধু অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজকের দায়িত্বও পালন করেছেন তিনি।

এক বছর আগে ২০২৩-র নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী। কাজের পাশাপাশি দুই ছেলে-মেয়েকে চুটিয়ে সংসার করছেন নায়িকা।

এদিকে ব্যস্তবহুল জীবনের থেকে কিছু সময় বের করে প্রায়ই ভ্যাকেশনে যান শুভশ্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেন। যেখানে দেখা যায় দুই সন্তান ইউভান- ইয়ালিনির দুষ্টু-মিষ্টি আদুরে মুহূর্ত।

সম্প্রতি কলকাতা শহরে আয়োজিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ‘বাবলি’-র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান শুভশ্রী। তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। পুরস্কার পেয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা।

তিনি বলেন, ‘বাবলি শরীরের ইতিবাচকতার বার্তা দেয়। আমি যখন এই ছবিটার শ্যুটিং শুরু করেছিলাম, তখন সবেমাত্র দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছি। আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, আমাকে বলা হয়েছিল হিরোইনদের স্থায়িত্ব মাত্র ১০ বছর। তার মধ্যে যদি তোমার বিয়ে হয়ে যায়, তুমি শেষ। আর যদি বাচ্চা হয়ে যায়, তাহলে তো তুমি নেই। এরপরেও আমার দ্বিতীয় সন্তান হয় এবং এই পুরস্কার এই সব কিছুর জবাব।’

মাতৃত্ব উপভোগ করছেন শুভশ্রী। বিভিন্ন সাক্ষাৎকারে সেকথা নিজেই বলেছেন রাজ ঘরণী। ইউভান- ইয়ালিনির জন্ম হওয়ার পর স্বাভাবিকভাবেই অনেকটা ওজন বেড়েছিল শুভশ্রীর। সে সময়, বারবার কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। নিন্দুকেরা বডি শেমিং শুরু করেন।

ট্রোলারদের কথায় কান না দিয়ে সবসময় রেখেছেন ‘কেয়ার নট অ্যাটিটিউট’। নিয়মিত জিম, কড়া ডায়েট মেনে মেদ ঝরিয়েছিলেন অল্প সময়ের মধ্যেই। এখন তিনি একেবারে ছিপছিপে। যা দেখে আবার প্রশংসায় পঞ্চমুখ সেই নিন্দুকেরাই।

প্রসঙ্গত, গত অগাস্ট মাসে মুক্তি পেয়েছে শুভশ্রীর ছবি ‘বাবলি’। সাহিত্য নির্ভর ছবিটি বানিয়েছিলেন রাজ চক্রবর্তী। বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস ‘বাবলি’-র গল্প অবলম্বনে তৈরি হয় ছবিটি। দ্বিতীয় সন্তানের জন্মের পর এটাই ছিল শুভশ্রীর প্রথম কাজ। তিনি জুটি বেঁধেছিলেন আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।