• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কষ্ট পাচ্ছেন রিয়াল কোচ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ১:২৬

কষ্ট পাচ্ছেন রিয়াল কোচ

অনলাইন ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সিটির ঘরের মাঠ ইতিহাদে রিয়ালকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ৪-০ ব্যবধানে রিয়ালকে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল উঠল সিটি। সিটির কাছে এমন হার কষ্ট দিচ্ছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বড় হারের পর কোনো অজুহাত না দিয়ে আনচেলত্তি বলেন, ‘তারা আমাদের চেয়ে ভালো খেলেছে, জয় তাদের প্রাপ্য ছিল। শুরুতে তারা অনেক চাপ প্রয়োগ করেছিল। বলের নিয়ন্ত্রণ নিয়ে আমাদের খেলাটা কঠিন করে তুলেছিল এবং তারা দুই গোলে এগিয়ে যায়। সেখান থেকে খেলায় ফিরে আসা কঠিন ছিল। আমরা দ্বিতীয়ার্ধে চেষ্টা করেছিলাম কিন্তু তা ফলপ্রসূ হয়নি।’

আরও পড়ুনঃ  হৃদয়ের চোট নিয়ে যা জানা গেল

আগামী মৌসুমে আরো শক্তিশালী হয়ে ফিরে আসার আশাবাদ জানিয়ে রিয়াল কোচ বলেন, ‘এটা এমন একটা হার যা অনেক কষ্ট দিচ্ছে। তবে এমনটা হতেই পারে। আমরা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ছিলাম। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং ফাইনালের আগেই আমাদের বিদায় করেছে। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে এবং পরের মৌসুমে কঠোর পরিশ্রম করতে হবে যাতে আবারো এই পর্যায়ে আসতে পারি।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675