ঢাকাThursday , 20 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় ১৭ বছর পর বিএনপির ইফতার মাহফিল

Somoyer Kotha
March 20, 2025 7:36 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার,ফরিদপুর : দীর্ঘ ১৭ বছর পর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সমন্বয়ে মাহে রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার উপজেলা পরিষদ সংলগ্ন চত্বরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম।

সুদীর্ঘ বছর পরে ইফতার মাহফিলের আয়োজনে তৃণমূল পর্যায়ের বিএনপি নেতা কর্মীদের উপস্থিতিতে যেন এক মিলন মেলায় পরিণত হয়ে ওঠে।
প্রধান অতিথি কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ফ্যাসিবাদ আ’ লীগ সরকার ও আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা গর্ব করে বলতেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কখনও পলায় না। কিন্তু আজ তিনি নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন। তিনি একজন ঠক প্রতারক ও মিথ্যাবাদী উল্লেখ করে বলেন, বাংলাদেশের জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তার নেতাকর্মীদের রেখে পালায়নি। তিনি সাহসীকতার সাথে আওয়ামী লীগ সরকারের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দাড়িয়ে বিপদের মুখে আমাদের ফেলে যেতে পারেননি। গত ৫ আগষ্টের গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন হলেও দেশের মাটিতে ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে আছে। এসকল ষড়যন্ত্র মোকাবেলা করতে আগামী দিনের তারুণ্যের প্রতীক তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপির রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে ষড়যন্ত্রকারীদের উপযুক্ত জবাব দিয়ে গণঅভ্যুত্থানের বিজয়কে সমুন্নত ধরে রাখতে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।