• ঢাকা, বাংলাদেশ
  • ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘বুমরাহর মধ্যে চমকে দেওয়ার মতো কিছু নেই’

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ ৯:১৫

‘বুমরাহর মধ্যে চমকে দেওয়ার মতো কিছু নেই’

অনলাইন ডেস্ক : সময়ের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। তিন সংস্করণের ক্রিকেটেই ধারাবাহিক এই পেসার। তাই বুমরাহকে মোকাবেলা করার আগে যেকোনো ব্যাটারকেই ভাবতে হয়। তবে বেন ডাকেট বলছেন ভিন্ন কথা। এই ইংলিশ ব্যাটারের মতে, বুমরাহর মধ্যে এমন কিছু নেই যা তাকে চমকে দিতে পারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তার (বুমরাহর) মুখোমুখি হয়েছি আমি। খুব ভালো করেই জানি, আমাকে সে কীভাবে বোলিং করবে এবং ভালো একটি ব্যাপার হলো, তার স্কিলগুলোও আমার এখন জানা। এমন কিছু আর নেই, যা আমাকে চমকে দিতে পারে।’

আরও পড়ুনঃ  হামজাকে দেখে বাংলাদেশের পথে হাঁটছে ভারত

‘অবশ্যই চ্যালেঞ্জিং হবে (বুমরাহকে সামলানো) এবং নতুন বলে মোহাম্মদ শামির স্কিলও বুমরাহর মতোই হুমকি জাগানিয়া। তবে শুরুর স্পেল উতরে যেতে পারলে আমার মনে হয়, বড় রানের সুযোগ থাকবে।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  হামজাকে নিয়ে যা বললেন ভারত কোচ

আগামী জুনেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। এই সিরিজে ভারতকে হারানো সম্ভব বলেও মনে করেন ডাকেট। ভারতের মাঠে তাদের মোকাবেলা করা কঠিন হলেও, ঘরের বাইরে ভারতের ধার কমে যায় বলে মনে করেন ডাকেট।

আরও পড়ুনঃ  ৫০ চার ২২ ছক্কায় ৪০৪, দেশের ক্রিকেটে মুস্তাকিমের নতুন ইতিহাস

তিনি বলেছেন, ‘ঘরের মাঠের ভারতীয় দল থেকে দেশের বাইরের ভারতীয় দল পুরো আলাদা। আমার মনে হয়, এই দলকে আমাদের হারানো উচিত এবং আমরা হারাতে পারব। ভালো একটি সিরিজ হবে এটি।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675