• ঢাকা, বাংলাদেশ
  • ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভোরে মাঠে নামছে ব্রাজিল, যেমন হবে একাদশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ ৯:২০

ভোরে মাঠে নামছে ব্রাজিল, যেমন হবে একাদশ

অনলাইন ডেস্ক : প্রায় দুই মাস ফিরছে আন্তর্জাতিক ফুটবল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নামছে আগামীকাল (শুক্রবার)। কলম্বিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে ব্রাজিলের মানে গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে নিজেদের সুবিধাজনক অবস্থানে নিতে আসন্ন ম্যাচগুলোয় জয়ের বিকল্প নেই সেলেসাওদের সামনে।

২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে এই ম্যাচ দিয়ে আত্মবিশ্বাস কুড়ানোর লক্ষ্যও থাকবে দরিভাল জুনিয়রের শিষ্যদের। চলতি মাসেই হতে যাওয়া দুই ম্যাচের জন্য গত ৬ মার্চ দল ঘোষণা করেছিলেন এই ব্রাজিলিয়ান কোচ। যদিও সেই দল থেকে পরে ছিটকে যান ১৬ মাস পর জাতীয় দলে ফেরা সুপারস্টার নেইমার জুনিয়র। নতুন করে পাওয়া পেশির চোটে তিনি আসন্ন দুটি ম্যাচ থেকেই ছিটকে গেছেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্প শুরু কাল, কোচ হলেন আশিক

এ ছাড়া চোটের কারণে একই দুঃসংবাদ দিয়েছেন ডিফেন্ডার দানিলো ও গোলরক্ষক এডারসন মোরায়েস। পরে তিনজনের পরিবর্তে স্কোয়াডে ডাক পড়ে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং ফিলিপে এন্ড্রিকের। ব্রাজিল কোচ দরিভালেরও এখন পুরো নজর কলম্বিয়া ম্যাচের দিকে। তবে সর্বশেষ কোপা আমেরিকার রানার্সআপ দলটির বিপক্ষে ভালো ফলের ব্যাপারে আশাবাদি তিনি, ‘আশা করি, আমরা উন্নতির ধারা ধরে রাখব। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় দল আত্মবিশ্বাস অর্জন করতে শুরু করেছে। দারুণ দুটি প্রতিপক্ষের বিপক্ষে এই মুহূর্তে বিশেষ সতর্কতা দরকার।’

আরও পড়ুনঃ  ফুটবলারের জন্য শোক পালনের পর জানা গেল তিনি জীবিত

একইসঙ্গে কলম্বিয়া দলের সামর্থ্য স্বীকার করে মাঠে স্বাগতিক দর্শকদের পূর্ণ সমর্থন চাইলেন ৬২ বছর বয়সী কোচ দরিভাল, ‘তারা ঐতিহ্যবাহী এবং খুবই ধারাবাহিক একটি দল। কলম্বিয়া প্রতিনিয়ত উন্নতির পথে আছে। তাদের রোমাঞ্চকর কিছু খেলোয়াড় আছে, যারা ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশে (ক্লাবে) খেলে। ভক্তদের সমর্থন আমাদের সঙ্গে থাকবে। আমি নিশ্চিত তাদের উপস্থিতিতে মানে গারিঞ্চার গ্যালারি পূর্ণ থাকবে। আমরা শক্তিশালী একটি দলের বিপক্ষে দারুণ প্রদর্শনী মেলে ধরে ভালো একটি ম্যাচ খেলব। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

আরও পড়ুনঃ  যে কারণে সৌদির ৬০০০ কোটি টাকার লিগের বিরোধিতায় ইংল্যান্ড

ম্যাচ পূর্ববর্তী অনুশীলনে কোচ দরিভাল যেভাবে লাইনআপ সাজিয়েছিলেন সেটাই কালকের ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে দেখা যেতে পারে। যেখানে আক্রমণভাগে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগের ব্রাইটনে খেলা জোয়াও পেদ্রো। এ ছাড়া ভিনিসিয়ুস-রদ্রিগো-রাফিনিয়াদের সমন্বয়ে প্রতিপক্ষের রক্ষণে হানা দেবে ব্রাজিল। এডারসন না থাকায় অ্যালিসনের গোলবার সামলানো একপ্রকার নিশ্চিত। আর মার্কিনিয়োস, মাগালায়েসদের সঙ্গে গুইলার্মে অ্যারানা ও ভেন্ডারসন রক্ষণভাগ সামলাবেন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ : অ্যালিসন বেকার, ভ্যান্ডারসন, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, গুইলার্মে অ্যারানা, গারসন, ব্রুনো গুইমারেস, রদ্রিগো গোয়েস, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও জোয়াও পেদ্রো।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675