• ঢাকা, বাংলাদেশ
  • ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, এক সৈন্য ও ৩০ মাওবাদী নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ ১০:০৩

ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, এক সৈন্য ও ৩০ মাওবাদী নিহত

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে অন্তত ৩০ মাওবাদী বিদ্রোহী ও সামরিক বাহিনীর এক সৈন্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ছত্তিশগড়ের পৃথক দুটি স্থানে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ-সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় ওই রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

আরও পড়ুনঃ  গাজা থেকে তেল আবিবে একের পর এক রকেট নিক্ষেপ

দেশটির পুলিশ বলেছে, বৃহস্পতিবার ছত্তিশগড়ের পৃথক দুটি স্থানে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে আধা-সামরিক বাহিনীর এক সৈন্য নিহত হয়েছেন। দিনভর সংঘর্ষে মাওবাদী বিদ্রোহীদের অন্তত ৩০ সদস্যও নিহত হয়েছেন।

ছত্তিশগড়ের বাস্তার পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পত্তিলিঙ্গাম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিজাপুর জেলায় ছড়িয়ে পড়া সংঘাতের এক সৈন্য নিহত হয়েছেন। সেখানে ২৬ মাওবাদী গেরিলাকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া রাজ্যের দক্ষিণের একটি জঙ্গলে পৃথক সংঘর্ষে আরও চার মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  ইসরায়েলের কাছে মানবতার কোনও মূল্য নেই : প্রিয়াঙ্কা গান্ধী

সংঘর্ষস্থলে পৃথক তল্লাশি অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী বেশ ‍কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘‘(নরেন্দ্র) মোদি সরকার নকশালীদের বিরুদ্ধে নিষ্ঠুর দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে এবং যারা আত্মসমর্পণ করছে না তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে।’’

চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে সশস্ত্র বিদ্রোহ শুরু করেন ভারতের মাওবাদী বিদ্রোহীরা। আদিবাসী অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে লড়াইয়ের দাবি করা মাওবাদীরা নকশাল নামেও পরিচিত।

আরও পড়ুনঃ  ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুমকি ইরানের বিপ্লবী গার্ডের

গত বছর দেশটির আইনশৃঙ্খলাবাহিনী অন্তত এক হাজার সন্দেহভাজন নকশালপন্থীকে গ্রেপ্তার করেছে। একই সময়ে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে আরও ৮৩৭ মাওবাদী বিদ্রোহী।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সেপ্টেম্বরে মাওবাদী বিদ্রোহীদের ‘আত্মসমর্পণ’ অথবা ‘সর্বাত্মক হামলার’ মুখোমুখি হওয়ার জন্য সতর্ক করে দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার ২০২৬ সালের প্রথম দিকেই মাওবাদী বিদ্রোহ দমনের আশা করছে।

সর্বশেষ সংবাদ

সিগারেটের সর্বনিম্ন দাম ৯ টাকা করার দাবি
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
দেশের বাজারে আলুর দাম কম, বাড়ছে রপ্তানি
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
গুলশানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
গাজায় তিন দিনে ২০০ শিশুর প্রাণ কাড়ল ইসরায়েল
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675