• ঢাকা, বাংলাদেশ
  • ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বড়াইগ্রামে গোরস্থানের জমি উদ্ধার করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ৩:২৩

বড়াইগ্রামে গোরস্থানের জমি উদ্ধার করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে গোরস্থানের জমি উদ্ধার করতে গিয়ে বিরোধ এবং এই বিরোধের জেরে একজন ছুরিকাঘাতে নিহত হয়েছে। আহত হয়েছে ২ জন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আহমেদপুর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহতের নাম নাজিমউদ্দিন নজি (৪৫)। সে ওই গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে। আহত হয়েছে আরিফ হোসেন (৩৫) ও জাহাঙ্গীর হোসেন (৪০)। তাদের বাড়ি ওই একই গ্রামে। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ওই গ্রামের গণি মিয়া স্থানীয় গোরস্থানের জন্য জমি দান করেন। কিন্তু এ জমি তার ছেলে ফারুক দিতে রাজী হয়নি। এ নিয়ে আগেরদিন নাজিমউদ্দিন নজি তার বংশের দূর সম্পর্কের ভাই গণি মিয়ার দুই ছেলে সবুজ ও ফারুককে জিজ্ঞাসা করতে গেলে বাক-বিতন্ডা হয় এবং এক পর্যায়ে কিল-ঘুষির ঘটনা ঘটে। শুক্রবার সকালে নাজিমউদ্দিন নজি, সঙ্গীয় আরিফ ও জাহাঙ্গীর গোরস্থানের জমির বিষয়ে আবারও কথা বলতে গেলে ফারুক আতর্কিত নজিমউদ্দিন নজি’র উপর উপর্যুপরী ছুরিকাঘাত করে। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে সবুজ ও ফারুক লাঠি ও ছুরি দিয়ে আরিফ ও জাহাঙ্গীরকেও আঘাত করে। এতে তারা গুরুতর জখম হলে তাদেরকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজিমউদ্দিন নজিকে মৃত ঘোষণা করেন এবং অবস্থার অবনতি হওয়ায় আরিফ ও জাহাঙ্গীরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত নাজিমউদ্দিন নজি’র ছেলে নাইমদ্দিন জানান, গণি মিয়া গোরস্থানের জন্য জমি দিয়েছে কিন্তু তার ছেলে ফারুক সে জমি গোরস্থানের দখলে দিচ্ছে না। এর প্রতিবাদ করতে গেলে ফারুক আমার বাবার হাতে ও বুকে উপর্যুপরী ছুরিকাঘাত করে আমার বাবাকে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান জানান, গোরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকান্ডের ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675