• ঢাকা, বাংলাদেশ
  • ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আমেরিকা থেকে ফিরতে পারেন আরও ২৯৫ জন অবৈধবাসী!

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ৬:৩৩

আমেরিকা থেকে ফিরতে পারেন আরও ২৯৫ জন অবৈধবাসী!

অনলাইন ডেস্ক : কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫,৫৬৪ জন অবৈধবাসী ভারতীয়কে এ দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। গত ৫ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত আরও ৩৮৮ জন অবৈধবাসীকে ভারতে ফেরানো হয়েছে।
আমেরিকার সেনাবিমানে ওঠানো হচ্ছে অবৈধবাসীদের। তাঁদের হাতে রয়েছে হাতকড়া।

আমেরিকা থেকে শীঘ্রই ভারতে ফিরতে পারেন আরও ২৯৫ জন অবৈধবাসী। শুক্রবার সংসদে প্রশ্নের জবাবে লিখিত ভাবে জানাল কেন্দ্রীয় সরকার। ৫ ফেব্রুয়ারি আমেরিকা থেকে ভারতে ফেরার সময় বিমানে অবৈধবাসীদের অবমাননার অভিযোগ উঠেছে। বিমানে সওয়ার অবৈধবাসীদের হাতকড়া পরানোর অভিযোগও উঠেছে। এমনকি, মহিলারাও ছাড় পাননি বলে অভিযোগ। শুক্রবার সংসদে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এ হেন আচরণ নিয়ে মার্কিন প্রশাসনের কাছে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। তবে তারা জানিয়েছে, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি অবৈধবাসীদের নিয়ে যে বিমান আমেরিকা থেকে ভারতে এসেছিল, সেখানে মহিলাদের হাতকড়া পরানো হয়নি।

শুক্রবার সংসদে আমেরিকা থেকে অবৈধবাসী ভারতীয়দের ফেরানোর বিষয়ে বেশ কিছু প্রশ্ন করেন সিপিএম সাংসদ জন ব্রিটাস। তিনি জানতে চান, অবৈধবাসীদের যে ভাবে হাতকড়া পরিয়ে ভারতে আনা হয়েছিল, তা নিয়ে কী পদক্ষেপ করেছে কেন্দ্র। আর যাতে তা না হয়, সেই নিয়েও কি কোনও পদক্ষেপ করা হয়েছে? সেই সকল প্রশ্নেরই লিখিত জবাবে কেন্দ্রীয় সরকার বলে, ‘‘৫ ফেব্রুয়ারি ভারতে যে বিমান অবতরণ করেছে, তাতে সওয়ার অবৈধবাসীদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, যে ভাবে তাঁদের হাতে হাতকড়া পরানো হয়েছে, যা থেকে ছাড় পাননি মহিলারাও, তা নিয়ে মার্কিন প্রশাসনের কাছে উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক।’’ যদিও মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি আমেরিকা থেকে ভারতে যে বিমান এসেছে, তাতে সওয়ার মহিলা এবং শিশু অবৈধবাসীদের হাতকড়া পরানো হয়নি। এই বিষয়টি নিশ্চিত করেছে খোদ আমেরিকা। বিবৃতিতে বিদেশ মন্ত্রক আরও বলেছে, ‘‘ভারতে অবতরণের পরে অবৈধবাসীদের সঙ্গে কথা বলেও এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’’

আরও পড়ুনঃ  ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনির প্রাণ কাড়ল দখলদার ইসরায়েল

তার পরেই ভারতীয় বিদেশ মন্ত্রক আমেরিকা থেকে আরও ২৯৫ জন অবৈধবাসীর এ দেশে আসার বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে তারা বলেছে, ‘‘আমেরিকার অভিবাসন এবং শুল্ক দফতর (আইসিই) আমাদের সম্প্রতি জানিয়েছে যে, আরও ২৯৫ জন অবৈধবাসীকে ফেরত পাঠানো হবে। তাঁদের আটক করে হেফাজতে রাখা হয়েছে। আমেরিকার প্রশাসন তাদের অপসারণের নির্দেশ দিয়েছে। এখন ওই ২৯৫ জনের নথিপত্র খতিয়ে দেখার কাজ করছে মার্কিন বিদেশ দফতর।’’

আরও পড়ুনঃ  আদালতের নিষেধ সত্ত্বেও ২৩৮ ভেনেজুয়েলানকে বিতাড়িত করল যুক্তরাষ্ট্র

রাজ্যসভার সাংসদ জনের সংসদে প্রশ্ন ছিল— আমেরিকায় ভারতের পাসপোর্টধারী অবৈধবাসীর সংখ্যা কত, সেই বিষয়ে কি কিছু জানতে পেরেছে ভারত? যদি জানতে পেরে থাকে, তা হলে আমেরিকায় কত জন অবৈধবাসী ভারতে ফেরার জন্য অপেক্ষা করছেন? অবৈধবাসীদের যাতে হাতকড়া না-পরানো হয় বা অবমাননা না-করা হয়, তা নিয়ে আমেরিকার প্রশাসনের সঙ্গে কি আলোচনা করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক? যদি করে থাকে, তা হলে তার ফল কী হল?

এ সব প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার ওই জবাব দিয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, আমেরিকা থেকে ৫ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৮৮ জন অবৈধবাসীকে ভারতে ফেরানো হয়েছে। কেন অবৈধবাসীদের নিয়ে আমেরিকার বিমান অমৃতসরে নেমেছে, সেই প্রশ্নও উঠেছে বার বার। বিরোধীরা জানতে চেয়েছেন। সেই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকারের যুক্তি, আমেরিকা থেকে এ দেশে ফেরানো অবৈধবাসীদের ৪০ শতাংশ পঞ্জাবের বাসিন্দা। ৩৪ শতাংশ হরিয়ানার বাসিন্দা। সেই বিষয়টি মাথায় রেখেই অমৃতসরে অবতরণ করেছিল বিমান। তা ছাড়াও আমেরিকা থেকে যাতায়াতের সুবিধার বিষয়টিও বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। তারা জানিয়েছে, ভারতের পাসপোর্টধারী কত জন অবৈধবাসী এখনও আমেরিকায় রয়েছেন, তা জানায়নি সেখানকার প্রশাসন। তবে বিদেশে কোনও দেশের নাগরিক অবৈধ ভাবে বসবাস করলে তাঁদের ফিরিয়ে আনার দায়িত্ব ওই দেশেরই। কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫,৫৬৪ জন অবৈধবাসী ভারতীয়কে এ দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। ২০১২ সালের নভেম্বর থেকে এই অবৈধবাসীদের ফেরানোর নির্দিষ্ট নীতিও গ্রহণ করেছে আমেরিকা। কেন্দ্র জানিয়েছে, সেই নীতি মেনে দেশে ফেরানোর বিমানে সাধারণ মহিলা এবং শিশুদের হাতকড়া পরানো হয় না। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন ওই বিমানের অফিসার-ইন-চার্জ। -আনন্দ বাজার

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675