স্টাফ রিপোর্টার,বাঘা: অপরাধ দমন, গ্রেফতারি পরওয়ানা ও মাদক উদ্ধারে-১৮ বার রাজশাহী জেলার ও ৭ম বার রেঞ্জের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বাঘা থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আব্দুল মালেক।
গত বৃহস্পতিবার রাজশাহী পুলিশ লাইন মাসিক কল্যাণ সভায় বেস্ট এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ওভার অল পারফরমেন্স) মনোনীত হয়েছেন তিনি। জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এর নিকট থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আব্দুল মালেক।
বিগত বছরেও জেলায় ১৭ বার ও রেঞ্জে ৬ বার শ্রেষ্ঠত্বে পুরস্কৃত হয়েছেন তিনি। আব্দুল মালেক বলেন, আমাকে ১৮তম বারের মতো রাজশাহী জেলার এবং আজ দিয়ে ৭ম বার রেঞ্জের শ্রেষ্ঠ এএস আই নির্বাচিত করায় পুলিশ সুপার ফারজানা ইসলাম স্যার ও বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ স্যারসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে অপরাধ দমনে সকলের সহায়তা কামনা করছি।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ বলেন, এএসআই আঃ মালেক থানা এলাকায় অপরাধ দমন, মাদক উদ্ধার ও গ্রেফতারী পরওয়ানায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চলেছেন। তিনি রাজশাহী জেলার ও রেঞ্জের শ্রেষ্ঠ এ এস আই নির্বাচিন হয়েছেন। আমি তার ভবিষৎ সাফল্য কামনা করি। আমি আশা করছি তিনি শ্রেষ্ঠত্ব অর্জনের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, বাঘা থানায় যোগদানের পর থেকেই জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সঠিক ও নিষ্ঠাবান দায়িত্ব পালনের জন্যই বার বার জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ২০/৩/২৫ রেঞ্জের ও জেলার শ্রেষ্ঠ এএসআই হওয়াতে ২টি পুরস্কার পেয়েছেন এএসআই আঃ মালেক।