ঢাকাFriday , 21 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী জেলা ও রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই বাঘা থানার আ: মালেক

subadmin
March 21, 2025 8:39 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার,বাঘা: অপরাধ দমন, গ্রেফতারি পরওয়ানা ও মাদক উদ্ধারে-১৮ বার রাজশাহী জেলার ও ৭ম বার রেঞ্জের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বাঘা থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আব্দুল মালেক।

গত বৃহস্পতিবার রাজশাহী পুলিশ লাইন মাসিক কল্যাণ সভায়  বেস্ট এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ওভার অল পারফরমেন্স) মনোনীত হয়েছেন তিনি। জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এর নিকট থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আব্দুল মালেক।

বিগত বছরেও জেলায় ১৭ বার ও রেঞ্জে ৬ বার শ্রেষ্ঠত্বে পুরস্কৃত হয়েছেন তিনি। আব্দুল মালেক বলেন, আমাকে ১৮তম বারের মতো রাজশাহী জেলার এবং আজ দিয়ে ৭ম বার রেঞ্জের শ্রেষ্ঠ এএস আই নির্বাচিত করায় পুলিশ সুপার ফারজানা ইসলাম স্যার ও বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ স্যারসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে অপরাধ দমনে সকলের সহায়তা কামনা করছি।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ বলেন, এএসআই আঃ মালেক থানা এলাকায় অপরাধ দমন, মাদক উদ্ধার ও গ্রেফতারী পরওয়ানায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চলেছেন। তিনি রাজশাহী জেলার ও রেঞ্জের শ্রেষ্ঠ এ এস আই নির্বাচিন হয়েছেন। আমি তার ভবিষৎ সাফল্য কামনা করি। আমি আশা করছি তিনি শ্রেষ্ঠত্ব অর্জনের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, বাঘা থানায় যোগদানের পর থেকেই জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সঠিক ও নিষ্ঠাবান দায়িত্ব পালনের জন্যই বার বার জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ২০/৩/২৫ রেঞ্জের ও জেলার শ্রেষ্ঠ এএসআই হওয়াতে ২টি পুরস্কার পেয়েছেন এএসআই আঃ মালেক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।