• ঢাকা, বাংলাদেশ
  • ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সেঞ্চুরি করেও আফসোস সোহানের

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ৮:৫৬

সেঞ্চুরি করেও আফসোস সোহানের

অনলাইন ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ শুক্রবার তিন ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে লড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব। যেখানে ধানমন্ডিকে ২৩ রানে হারিয়েছে মোহামেডান।

ধানমন্ডিকে ২১৭ রানে লক্ষ্য দিয়েছিল মোহামেডান। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নুরুল হাসান সোহানের দল। ৭৬ রানে ৬ উইকেট হারানোর পরও সোহানের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল দল। বাকিদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন সোহান। তবে শেষ পর্যন্ত নিজে ১০০ রানে থামেন, দল থামে ১৯৩ রানে।

আরও পড়ুনঃ  ইংল্যান্ড দলে প্রস্তাব পেলে বাংলাদেশে আসতেন কি না জানালেন হামজা

ম্যাচ হারায় সেঞ্চুরি করেও সন্তুষ্ট নন সোহান। সোহান বলছিলেন, ‘দল না জিতলে আসলে এরকম ১০০ আমার কাছে কোন ভ্যালু ক্যারি করে না। তো এটা নিয়ে আসলে শেয়ার করার কিছু নেই। আমার কাছে তো ম্যাচটা জিততে পারলে আসলে (ভালো লাগতো)…. এই মোমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ থাকতো।’

আরও পড়ুনঃ  অবশেষে ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের ‘শিষ্য’

লম্বা সময় জাতীয় দলের বাইরে আছেন সোহান। তবে ফিরেতে মরিয়া এই উইকেটকিপার ব্যাটার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় দলে খেলা একটা গর্বের ব্যাপার। সব সময় চাই নিজের সেরাটা দেওয়ার জন্য, এবং যদি সুযোগ আসে অবশ্যই নিজের সেরাটা দিব।’

আরও পড়ুনঃ  ‘বুমরাহর মধ্যে চমকে দেওয়ার মতো কিছু নেই’

‘ওয়ানডেতে আলহামদুলিল্লাহ ভালো করেছিলাম। বাট যেখানে শেষ করেছি আমার কাছে মনে হয় ওই জায়গা থেকে আবার শুরু করতে পারি। ইনশাল্লাহ চেষ্টা থাকবে যদি আবার সুযোগ পাই।’-যোগ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675