ঢাকাFriday , 21 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

‘দাগি’র প্রথম গানে নিশো-তমার প্রেমের গল্প

subadmin
March 21, 2025 10:14 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : আসছে ঈদে প্রেক্ষাগৃহ মাতাতে যাচ্ছে শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমা। যেখানে রয়েছে পর্দার দুই প্রিয় মুখ আফরান নিশো ও তমা মির্জা। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম গান ‘একটুখানি মন’। যেখানে গানে গানে ফুটে উঠল এক প্রেমের গল্প।

১ মিনিট ৪২ সেকেন্ডের এই গানের ভিডিওতে সিনেমার নতুন কিছু দৃশ্যও পাওয়া গেল। যেখানে আফরান নিশো এবং তমা মির্জার দেখা মিলল রোম্যান্টিক মুডে। শুধু তাই নয়, কিছু ভিন্নও লুকও প্রকাশ পেয়েছে কিছু দৃশ্যে। যদিও গত ১১ মার্চ পাওয়া এই ছবির টিজারে এমন কিছুই দেখা মেলেনি।

ইতোমধ্যে গানটি বেশ সাড়া ফেলেছে দর্শক-শ্রোতাদের। ২৪ ঘণ্টা না পেরোতেই গানটির ভিউ ৮০ হাজার ছুঁই ছুঁই। সাদাত হোসেনের লেখা ও সাজিদ সরকারের কম্পোজিশনে গানটি গেয়েছেন তাহসান ও মাশা।

‘একটুখানি মন’ গানের গল্পটি নিশান ও জেরিনের প্রেমের। তাদের সম্পর্কের কিছু পথ পেরিয়ে যাবার পর থেকে গল্পের বর্ণনা এমন– নিশানের জন্য ফুল কুড়িয়ে দেওয়ার ইচ্ছে জেরিনের; সঙ্গে কিছু ভুলও। ইচ্ছে কাজল চোখে নিশানের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দেওয়ার।

নিশানের ইচ্ছেও কম কিছু না। জেরিনকে ভেবে সন্ধ্যা নামাতে চায় সে। জমানো কান্না আর অভিমান ভুলে ফিরে আসার বাসনা নিশানের। জেরিনও জানে, তাকে ছেড়ে নিশান আর কোথায় যাবে! নিশানের বিশ্বাস, তার জন্ম–মৃত্যুও জানে, জেরিন ছাড়া তার জীবন শূন্য।

যে নিশান ও জেরিনের কথা বলা হচ্ছে সেটি মূলত সিনেমার চরিত্রের নাম। এমন দুই চরিত্রেই অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।