• ঢাকা, বাংলাদেশ
  • ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘দর্শক তামান্নাকে ভালোবাসেন, পর্দায় বার বার দেখতে চান’

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১০:২৬

‘দর্শক তামান্নাকে ভালোবাসেন, পর্দায় বার বার দেখতে চান’

অনলাইন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু বলিউডকে প্রবল ভাবে নাড়া দিয়েছিল। শিল্পীরা হয় ‘স্বজনপোষণজাত’ বা ‘নেপো কিড’ কিংবা ‘বহিরাগত’। অর্থাৎ তারা পারিবারিক ঐতিহ্য নিয়ে অভিনয়ে আসেননি।

১৫ বছর অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার পর বলিউডের এই মেরুকরণের কারণে কি অস্তিত্ব বিপন্ন তামান্না ভাটিয়ার? তাকে বলতে শোনা গেছে, ‘না আমি ‘নেপো কিড’ না ‘বহিরাগত’ আমাকে তাহলে কোন দলে ফেলবেন?’

আরও পড়ুনঃ  অস্কারের প্রয়োজন নেই, জাতীয় পুরস্কারই যথেষ্ট : কঙ্গনা

২০২০ সালে লক ডাউনের আগে রাজপুতের মৃত্যু হয়। তার অস্বাভাবিক মৃত্যুর একাধিক কারণ প্রকাশ্যে আসে। সে সময় শোনা গিয়েছিল, প্রতিভা থাকা সত্ত্বেও সুশান্ত বলিউডে ‘স্বজনপোষণ’-এর শিকার। বহিরাগত হওয়ায় কাজ পাচ্ছিলেন না। অবসাদে ভুগছিলেন। তখনও বলিউডের এক দল ব্যঙ্গ করেছিলেন সোনাম কাপুর, সোনাক্ষী সিংহদের।

আরও পড়ুনঃ  ট্রেনে ডাকাতির পর অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব ডাকাতের!

তাদের দাবি, শুধু পারিবারিক সুপারিশের জোরেই তারা অভিনেত্রী। এই দুই দিকই অস্বীকার করেছেন তামন্না। জানিয়েছেন, টিকে থাকতে গেলে নিজস্ব প্রতিভা থাকা দরকার। এই গুণ না থাকলে নিজেকে প্রমাণ করা যায় না।

তামান্না সিন্ধ্রি হিন্দু পরিবারের সন্তান। মাত্র ১৩ বছর বয়স থেকে অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত। পৃথ্বি থিয়েটারে এক বছর কাটিয়ে অভিনয় শিখেছিলেন। তামিল, তেলুগু ভাষা না জেনেও ‘বাহুবলী’র মতো হিট ছবি তার ঝুলিতে।

আরও পড়ুনঃ  ‘দাগি’র প্রথম গানে নিশো-তমার প্রেমের গল্প

এই জায়গা থেকেই তামান্নার দাবি, ‘নেপো কিড’ বা ‘বহিরাগত’ যা-ই হোন, পরিশ্রম না করলে সফল হবেন না। পরিশ্রম করেছি বলেই তার ফল পেয়েছি। দর্শক তামান্নাকে ভালোবাসেন, পর্দায় বার বার দেখতে চান।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675