ঢাকাFriday , 21 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

৫ আগস্টের পর আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক : হাসনাত আব্দুল্লাহ

subadmin
March 21, 2025 10:41 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : জুলাই অভ্যুত্থান, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (২১ মার্চ) রাত ৮টার দিকে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল হিসেবে আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। তাদের দোষ স্বীকার করতে হবে। এরপর আওয়ামী লীগ নিয়ে অন্য কোনও আলোচনা হতে পারে কিন্তু তার আগে নয়।’

তিনি বলেন, ‘দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে, তা রাজনীতিবিদরাই নির্ধারণ করবেন।’

রাজনীতিতে সেনাবাহিনীর কোন প্রভাব বা হস্তক্ষেপ আছে কি না জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, বিষয়টি নিয়ে আমরা সন্দিহান, যেহেতু আমাদের সঙ্গে আলোচনা হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক। আমরা মনে করছি সেটা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা। রাজনীতি রাজনীতিবিদরাই নির্ধারণ করবে। রাজনীতির ঘটনা প্রবাহ বা পরবর্তীতে কোন দিকে যাবে সেটা রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। সেটাতে আমরা সন্দিহান বলেই আমাকে স্ট্যাটাসটি দিতে হয়েছে।

১১ মার্চে সেনাবাহিনীর সঙ্গে মিটিংয়ের প্রেক্ষাপট জানিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পরে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন জায়গায়, প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। আর ১১ তারিখের মিটিংয়ের প্রেক্ষাপট ভিন্ন ছিল। সেখানে অপরপ্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। আমি আমার স্ট্যাটাসেই পরিষ্কার করেছি সেখানকার ঘটনাপ্রবাহ।

এনসিপির এই নেতা আরও বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। এসব নিয়ে কথা বলার জন্য আমাদের আহ্বান জানানো হয়েছিল। কিছুদিন আগে সেনাবাহিনী প্রধানের একটা বক্তব্য দেখেছেন, সেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই, দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে, রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসেবেই ধরা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস (সম্বোধন) করা হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগসহ। সার্বিক বিষয়ে আলোচনার কথা যখন বলা হয়েছিল, গিয়েছিলাম। তখন এসব বিষয়ে আলোচনা হয়েছে। আমার স্ট্যাটাসে সব কিছু স্পষ্ট করা হয়েছে।

নিজেদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ আছে কি না– এমন প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টের আগে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছি। ফ্যাসিবাদী একটা শক্তি ছিল, এজেন্সি ছিল, রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল, আমরা বারবারই বলছি আমাদের লড়াই অব্যাহত রয়েছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত ছাত্র-নাগরিক, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি ততক্ষণ পর্যন্ত আমি নিরাপত্তা ঝুঁকি অনুভব করছি না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। খুনিদের বিচারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে।’

সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আজ থেকে সাত মাস আগে দেশে যে ফ্যাসিবাদ জেঁকে বসেছিল, ছাত্র-জনতা আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করেছে। আমরা ভেবেছিলাম আমরা মুক্ত হয়েছি, আওয়ামী লীগের চ্যাপ্টার শেষ হয়ে গেছে। কিন্তু রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তাদের লোক পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।’

কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি সারা দেশে বিক্ষোভ মিছিল অব্যাহত রাখবে।

এসময় জামায়াতের বিচার নিয়ে করা এক প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা এজন্যেই বেশি উদ্বিগ্ন বিচার নিয়ে। কারণ আমরা ৭১’-এ দেখেছি যে এ বিচার নিয়ে এখনো প্রশ্ন আসছে। এটা আমাদের পুরাতন প্রজন্মের দায় যে ৭১’-এর পরে গণহত্যার বিচার নিষ্পন্ন করতে পারিনি। সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলো। সেটা যেন পুনরাবৃত্তি না হয় এজন্যই কিন্তু আমরা আওয়ামী লীগের বিচার নিয়ে দৃঢ়। এ বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই। ৭১’ থেকে ২৪’ পর্যন্ত যত গণহত্যা হয়েছে সব গণহত্যার বিচার আমরা চাই। কিন্তু এই মুহূর্তে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি চিন্তার জায়গা হচ্ছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের বিচার, তার নিবন্ধন বাতিলসহ তার সাংগঠনিক ও রাজনীতি থেকে বিরত রাখার ব্যাপারে সরকার এবং সব ফ্যাসিবাদবিরোধী পক্ষকে এক হওয়ার আহ্বান জানিয়ে আসছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র সদস্য সচিব ডা. তাসনিন জারা প্রমুখ।-ঢাকা পোস্ট

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।