ঢাকাSaturday , 22 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

যাদের কাজ ক্যান্টনমেন্টে, তারা সেখানেই থাকুন: হাসনাত

subadmin
March 22, 2025 7:45 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা তারা ক্যান্টনমেন্টেই থাকুন।

শনিবার (২২ মার্চ) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনাদের প্রতি সম্মান জানাই, শ্রব্ধা জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমার স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে ক্যান্টনমেন্ট থেকে হস্তক্ষেপ করেছেন, ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে তর্ক করবে শুধুমাত্র রাজনীতিবিদরা।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, সেনাবাহিনীর অ্যাগেনেইস্টে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধের নয়, বরং সেনাবাহিনীকে দিয়ে, আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোনো ষড়যন্ত্র যদি করতে চায় আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে। আমাদের সেনাবাহিনীর যে অবদান রয়েছে… সেনাবাহিনীর ওপর আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দেবে।-ইত্তেফাক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।