ঢাকাSunday , 23 March 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

‘শরীরে বার বার স্পর্শ করত’

Somoyer Kotha
March 23, 2025 1:31 am
Link Copied!

অনলাইন ডেস্ক : জনসমক্ষে এক পরিচালকের অভব্য আচরণ সহ্য করতে হয়েছিল অবনীতকে। আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তাঁর।

ছোটবেলা থেকেই অভিনয় করছেন। বর্তমানে বলিউডে পরিচিত মুখ অবনীত কৌর। তবে এই পর্যন্ত পৌঁছোতে বেশ কাঠখড়ও পোড়াতে হয়েছে। জনসমক্ষে এক পরিচালকের অভব্য আচরণ সহ্য করতে হয়েছিল অবনীতকে। আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তাঁর। সেই ঘটনাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

সেই সময়ে অবনীতের বয়স মাত্র ১১ অথবা ১২। একটি ছবিতে স্বগতোক্তি (মোনোলগ) দেওয়া হয় অভিনেত্রীকে। সেখানে নাকি কিছু কঠিন শব্দ বলতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল, খানিক তোতলাতে দেখেই রাগে ফেটে পড়েছিলেন পরিচালক। অবনীত বলেছেন, “আমাকে খুব কঠিন একটি স্বগতোক্তি বলতে দেওয়া হয়েছিল। বেশ কিছু কঠিন শব্দ বলতে হয়েছিল। আমার বয়স তখন মাত্র ১১ বা ১২। ভয় পেয়ে গিয়েছিলাম। সংলাপটি বলতে গিয়ে থতমত খেয়ে যাচ্ছিলাম। তখন মাইক অন করে খুব রূঢ় ভাবে কথা বলতে শুরু করেন পরিচালক।”

পরিচালক দাবি করেছিলেন, অবনীতের দ্বারা কিছু হবে না। অভিনেত্রী বলেছেন, “তিনি বলেছিলেন, এই জগতে আমি কিছুই করে উঠতে পারব না। এমনকি আমাকে গালিগালাজও করেছিলেন। আমি বুঝতে পারছিলাম না, কী করব। সেটে আমার বাবা-মাও ছিলেন না।” তবে ঘটনার পরে শুটিং সেট থেকে বেরিয়ে বাবা-মায়ের কাছে ছুটে গিয়েছিলেন অবনীত। সবটা জানিয়েছিলেন।

এখানেই শেষ নয়। শারীরিক হেনস্থার শিকারও হয়েছিলেন অবনীত। নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছিলেন তিনি। অভিনেত্রী বলেছেন, “নাচের মহড়ার সময়ে এটা ঘটেছিল। এক জন প্রায়ই স্পর্শ করত। ঘটনাটা মাকে জানানোর পরে মা আমাকে ভাল ও খারাপ স্পর্শের মধ্যে তফাত বোঝায়।” ‘লভ ইন ভিয়েতনাম’ বলে একটি ছবিতে অভিনয় করছেন অবনীত। এ ছাড়া টম ক্রুজ়ের ছবি ‘মিশন ইমপসিবল-দ্য ফাইনাল রেকর্ডিং’-এও তাঁকে দেখা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।