• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৭:৩৫

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে মো. শাহিনুর (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার সকালে রাজশাহী নগরের হড়গ্রাম বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহিনুর জেলার দুর্গাপুর উপজেলার আনুলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। র‍্যাব-৫–এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

আরও পড়ুনঃ  রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনারলক্ষ্যে গঠিত কমিটির ৫ম সভা অনুষ্ঠিত

র‍্যাব জানায়, পাঁচ বছর আগে শাহিনুরের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে নির্যাতন করতেন তিনি। বৃষ্টির পরিবার এ কারণে আড়াই লাখ টাকা দিলেও নির্যাতন থামেনি। বিদেশ যাওয়ার জন্য আরও ৩ লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন শাহিনুর। পরে বৃষ্টির পরিবার ২ লাখ ১০ হাজার টাকা দিলেও নির্যাতনের মাত্রা কমেনি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি

১৪ মার্চ দুপুরে শাহিনুর ও তাঁর পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ করে বৃষ্টিকে মারধর করেন। নির্যাতনের শিকার হয়ে বৃষ্টি তাঁর পরিবারের কাছে খবর দেন। কিন্তু পরিবারের সদস্যরা আসার আগেই বৃষ্টি মারা যান। তখন মরদেহ ফেলে পালিয়ে যান শাহিনুর, তাঁর বাবা আবদুল জলিল ও মা শ্যামলী বেগম। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করেন বৃষ্টির বাবা।

আরও পড়ুনঃ  নওগাঁয় ১১৯ কেজি গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার

এ মামলায় ১৬ মার্চ শাহিনুরের মা ও বাবাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু শাহিনুর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা আজ অভিযান চালিয়ে শাহিনুরকে গ্রেপ্তার করেন।

র‍্যাব জানিয়েছে, শাহিনুরকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

সর্বশেষ সংবাদ

নিয়ামতপুরে গণহত্যা দিবস পালিত
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ১:৪৭
সেই ভয়াল গণহ(ত্যার) দিন আজ
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ১:৪৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675