অনলাইন ডেস্ক : জরহরালল নেহেরু স্টেডিয়ামে আর্টিফিশিয়াল টার্ফে মূল অনুশীলন শুরুর আগে ফুটবলাররা গোল হয়ে নিজেদের মধ্যে পাসিং খেলছেন। বল মিস বা দ্রুত কয়েকটি পাসের পর ফুটবলাররা একে অন্যকে জড়িয়ে ধরছেন আবার আবার কখনো একে অন্যের সঙ্গে খুনসুটিতে মেতে উঠছেন। মাত্র দিন তিনেকের অনুশীলনে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরি দলের সবার সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছেন।
বাংলাদেশের ফরোয়ার্ড মোঃ ইব্রাহীম হামজা সম্পর্কে বলেন, ‘ও (হামজা) নিজে থেকেই আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হতে চাইছে। এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক। তার সঙ্গে আমাদেরও সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়েছে।’
তপু বর্মণ বেশ বন্ধুবাৎসল। অল্প সময়ে বন্ধু করে নেয়ার ক্ষমতা রয়েছে তার। হামজা চৌধুরির সঙ্গেও বেশ সখ্যতা হয়েছে অল্প দিনেই। তপু হামজার সঙ্গে বন্ধুত্ব নিয়ে বলেন, ‘হামজা আমাদের প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে ভালোভাবে মিশেছে। সবার সঙ্গে ভালো সম্পর্ক তার। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কিভাবে আমাদের উন্নতি করতে হবে। আমি সব সময় তার সঙ্গে কথা বলি। সব সময় ফুটবল নিয়ে কথা হয় না এর বাইরে পরিবার নিয়েও কথা হয়। তিনি ইংল্যান্ডে কিভাবে থাকেন খাওয়া দাওয়া নিয়েও আলাপ হয়।’
বাংলাদেশ ফুটবল দলের নিউক্লিয়াস হামজা চৌধুরি। তাকে ঘিরেই পরিকল্পনা। তাই তার সঙ্গে সুসম্পর্ক বেশ জরুরি মনে করেন তপু, ‘সব কিছু মিলিয়ে তার সঙ্গে আমাদের খুব ভালো বন্ডিং হয়েছে যেটা খুব জরুরি । এটা যদি আমরা ধরে রাখতে পারি দিন শেষে আমরা ভালো রেজাল্ট করতে পারব।’ হামজাকে বাংলাদেশের ফুটবলাররা ভালোবাসেন সেটা বোঝানো দায়িত্ব মনে করেন তপু, ‘এটা আমাদের দায়িত্ব তাকে বোঝানো আমরাও তাকে ভালোবাসি এবং তাকে নিয়েই কাজ করতে চাই।’
হামজা ১৭ মার্চ সিলেট আসেন। নিজ জেলা হবিগঞ্জে এক দিন থেকে পরের দিন রাতে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেন। ১৯ মার্চ ঢাকায় কিংস অ্যারেনায় দলের সঙ্গে অনুশীলন করেন। ২০ মার্চ দলের সবার সঙ্গে শিলং আসেন। ২১-২৩ মার্চ তিন দিন শিলংয়ে অনুশীলন করলেন। এই স্বল্প সময়ে হামজার সঙ্গে বাংলাদেশের ফুটবলারদের বন্ধুত্ব হলেও মাঠের রসায়ন কেমন হয়েছে এটা বোঝা যাবে ২৫ মার্চ ম্যাচে।
হামজার বাংলাদেশ দলের জার্সিতে প্রথম ম্যাচ ২৫ মার্চ। এই ম্যাচ দেখতে হামজার বাবা-মা, স্ত্রী, সন্তান আত্মীয়রা আজ শিলংয়ে এসে পৌঁছেছেন। তাদের সঙ্গে বাফুফের দুই নির্বাহী সদস্যও এসেছেন। আগামীকাল বাফুফের আরো কয়েকজন কর্মকর্তা আসবেন শিলং। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালেরও শিলং আসার কথা বাংলাদেশ-ভারত ম্যাচ দেখতে।